অর্থনীতি
0

১০ বছর পর শুরু হচ্ছে চতুর্থ অর্থনৈতিক শুমারি

১০ বছর পর আগামীকাল মঙ্গলবার (১০ ডিসেম্বর) ৪র্থ অর্থনৈতিক শুমারি শুরু হবে বলে জানিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। আজ (সোমবার, ৯ ডিসেম্বর) আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

আগামী ২৬ ডিসেম্বর পর্যন্ত এ শুমারি চলবে। এ সময় সারাদেশে ২৬০০ জোনে ট্যাবের মাধ্যমে সকল আবাসিক এলাকা ও সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে তথ্য সংগ্রহ করা হবে বলেও জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের শুমারির প্রকল্প ব্যয় ধরা হয়েছে ৫৭৯ কোটি টাকা। তবে আগামীতে এ প্রকল্প যাতে রাজস্ব আয়ের মাধ্যমে করা যায় সে বিষয়ে কাজ করা হচ্ছে।

সেই ১০ বছর পর পর শুমারি না করে যাতে শুধু তথ্য হালনাগাদ কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালনা করা যায় সে বিষয়ে কাজ করা হচ্ছে বলে জানায় প্রতিষ্ঠানটি। এছাড়া কেন্দ্রীয়ভাবে শুমারির কার্যক্রম পর্যবেক্ষণ করা হবে বলেও জানানো হয়।

এএইচ