তার মতে, নির্বাচনের আগে যোগ্য ভোটারসংখ্যা নির্ধারণের জন্য নতুন করে আদমশুমারি করা হবে। সাক্ষাৎকারে তিনি আরও জানান, সিরিয়ায় নতুন সংবিধান প্রণয়নে সময় লাগবে কমপক্ষে তিন বছর। এ ছাড়া দেশের প্রয়োজনীয় সংস্কার শেষ করতে এক বছর লাগবে।
জাতীয় সংলাপের মাধ্যমে বিদ্রোহী গোষ্ঠী তাহরির আল শাম বা এইচটিএসকে বিলুপ্ত ঘোষণা করা হবে। গেল ৮ ডিসেম্বর আল শারার নেতৃত্বে প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতন হয়।