মধ্যপ্রাচ্য
বিদেশে এখন
0

সিরিয়ায় সাধারণ নির্বাচন আয়োজনে চার বছর সময় লাগতে পারে : আল শারা

সিরিয়ায় সাধারণ নির্বাচন আয়োজন করতে চার বছর পর্যন্ত সময় লাগতে পারে। সৌদি আরবের রাষ্ট্রীয় গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা জানিয়েছে সিরিয়ার ক্ষমতাসীন নেতা আহমেদ আল–শারা।

তার মতে, নির্বাচনের আগে যোগ্য ভোটারসংখ্যা নির্ধারণের জন্য নতুন করে আদমশুমারি করা হবে। সাক্ষাৎকারে তিনি আরও জানান, সিরিয়ায় নতুন সংবিধান প্রণয়নে সময় লাগবে কমপক্ষে তিন বছর। এ ছাড়া দেশের প্রয়োজনীয় সংস্কার শেষ করতে এক বছর লাগবে।

জাতীয় সংলাপের মাধ্যমে বিদ্রোহী গোষ্ঠী তাহরির আল শাম বা এইচটিএসকে বিলুপ্ত ঘোষণা করা হবে। গেল ৮ ডিসেম্বর আল শারার নেতৃত্বে প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতন হয়।

এএইচ