গার্ডিয়ানের প্রতিবেদনের তথ্য অনুযায়ী, উদ্ধারকারী দল বিমানের ধ্বংসাবশেষের মধ্যে এখনো উদ্ধার কার্যক্রম অব্যাহত রেখেছে। যেখানে আরো মৃতদেহ থাকার আশঙ্কা রয়েছে।
বেঁচে যাওয়া দু'জনের মধ্যে একজন যাত্রী এবং অন্যজন হলেন কেবিন ক্রু সদস্য। তাদের বিমানের টেল সেকশন থেকে বের করে আনা হয়েছে এবং নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রাপ্ত তথ্যানুযায়ী, বোয়িং ৭৩৭-৮০০ বিমানটি স্থানীয় সময় সকাল ৯টা ৩ মিনিটে অবতরণের চেষ্টা করে তখনই এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সম্প্রচারমাধ্যম এমবিসি ফুটেজ প্রচার করেছে, যাতে দেখা যাচ্ছে বিমানটি অবতরণের সময় পাখির সঙ্গে আঘাতের ঘটনা ঘটে। তবে বিমান বিধ্বস্তের কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।