তিনি বলেন, 'গতকাল (বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর) আনুমানিক বিকাল ৪টায় পর্যটকবাহী জাহাজ 'এম ভি গ্রিন লাইন' সেন্টমার্টিন থেকে ৭২ জন পর্যটক নিয়ে কক্সবাজারের উদ্দেশে গমন করে। উত্তাল সমুদ্রে জাহাজটির জেনারেটরে পানি প্রবেশ করে শর্ট সার্কিট হয়ে জেনারেটর বন্ধ হয়ে যায়। এমতাবস্থায়, জাহাজটি টেকনাফের বাহাড়ছড়ার কচ্ছপিয়া নামক স্থানে চরে আটকে যায়।'
তিনি আরও বলেন, 'সংবাদ পাওয়ার সাথে সাথেই কোস্টগার্ড আউটপোস্ট বাহাড়ছড়া এবং স্টেশন টেকনাফের দু'টি উদ্ধারকারী দল তৎক্ষণাৎ ঘটনাস্থলে উপস্থিত হয় এবং নৌবাহিনী, বিজিবি ও পুলিশের সাথে সম্মিলিতভাবে উদ্ধার কার্যক্রম শুরু করে। অতঃপর, রাত ১০টার মধ্যে যৌথ বাহিনী উক্ত জাহাজ হতে সকল যাত্রীদের নিরাপদে উদ্ধার করতে সক্ষম হয়।'
এসময় কোস্টগার্ড উদ্ধারকারী দল আহত পর্যটকদের প্রাথমিক চিকিৎসা প্রদান করে বলেও জানান তিনি।—সংবাদ বিজ্ঞপ্তি