দেশে এখন
0

‘দুর্ঘটনা হতেই পারে- তবে নাশকতা কি না তদন্তের পর জানা যাবে’

সচিবালয়ে একই সময় একটি ভবনের দুইপ্রান্তে আগুনের সূত্রপাত ঘিরে ঘনীভূত হচ্ছে নাশকতার শঙ্কা। রাত পৌনে ২টায় লাগা আগুন প্রায় ৬ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট। তবে পুরোপুরি নির্বাপণ হয় প্রায় ১০ ঘণ্টা পর। আগুনের সূত্রপাত কীভাবে- এই প্রশ্নে স্বরাষ্ট্র উপদেষ্টা জানালেন, দুর্ঘটনা হতেই পারে- তবে নাশকতা কি না তদন্তের পর জানা যাবে। এদিকে আগুন নেভাতে গিয়ে সড়কে ট্রাকচাপায় পিষ্ট হয়ে প্রাণ হারান ফায়ার সার্ভিস কর্মী শোয়ানুর জামান নয়ন। এ ঘটনায় ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

সময় মধ্যরাত, সচিবালয়ের ৭ নম্বর ভবন। ভবনের পশ্চিমপ্রান্তের ৯ম তলায় যখন আগুনের ফুলকি, ঠিক তার পূর্বপ্রান্তেও একইসময়ে আগুন। মাঝখানে ভবনের অনেক ফারাক। একইসাথে ভবনের দুই প্রান্তে আগুনের সূত্রপাত।

মুহূর্তেই বিচ্ছিন্নভাবে আগুন দৃশ্যমান হয় ৬, ৭, ৮ ও ৯ম তলার বেশকটি কক্ষে। যেখানে অর্থ, স্থানীয় সরকার, ডাক টেলিযোগাযোগ, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়সহ সরকারের গুরুত্বপূর্ণ বেশকিছু মন্ত্রণালয়।

ক্রমেই বাড়ে আগুনের তীব্রতা। কালো ধোয়ায় ছেঁয়ে যায় পুরো সচিবালয়, সেগুনবাগিচা ও প্রেসক্লাব এলাকা।

এরমধ্যেই সচিবালয়ের সামনের সড়কে ঘটে আরেকটি দুর্ঘটনা। একটি দ্রুতগতির ট্রাকের চাপায় পিষ্ট হয়ে প্রাণ হারান ফায়ার ফাইটার শোহানুর জামান নয়ন। আগুন নেভাতে গিয়ে আহত আরেকজনকে নেয়া হয় হাসপাতালে।

রাত ১টা ৫৪ মিনিটে প্রথমে সচিবালয়ে অবস্থিত ফায়ার সার্ভিসের ইউনিটটি আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে তীব্রতা বাড়লে পর্যায়ক্রমে ১৯টি ইউনিটের ৬ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন।

ভবনের নিরাপত্তা ও ফায়ার সার্ভিসকে উদ্ধার কাজে সহায়তায় মোতায়েন করা হয় সেনাবাহিনী, দুই প্লাটুন বিজিবি, আর্মড পুলিশ ব্যাটালিয়ন, র‌্যাব ও পুলিশ।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয় ৬,৭, ৮ ও ৯ম তলায় থাকা অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, ডাক-টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগ। কীভাবে আগুনের সূত্রপাত সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের মহাপরিচালক।

ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জাহেদ কামাল বলেন, ‘আমরা যতদূর জানতে পেরেছি তিনটি জায়গায় একসঙ্গে আগুন লাগার ঘটনা ঘটে, অনেক সময় এটা স্পার্কিং বা বিদ্যুৎ লাইনের সর্ট সার্কিট থেকে হতে পারে। তবে আমরা তদন্ত না করে এখনি নিশ্চিত করে বলতে পারব না।’

পরে সকাল পৌঁনে ৯টার দিকে ৭ স্বরাষ্ট্র উপদেষ্টা সচিবালয় পরিদর্শন করে তদন্ত কমিটি গঠনের কথা জানান। বলেন, দুর্ঘটনা হতেই পারে- তবে নাশকতা কিনা- তা তদন্তের পর জানা যাবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘সচিবালয়ের সাত নম্বর বিডিংয়ে ১ টা ৫০ মিনিটে আগুন ধরে ছয়তলায় এবং ফায়ার সার্ভিসকে ১ টা ৫২ মিনিটে খবর দেয়া হয়। তারা ১ টা ৫৪ মিনিট থেকে তাদের কাজ শুরু করে।’

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম বলেন, ‘অনেক অফিস ও করিডোরে ক্ষতি হয়েছে আর তদন্ত সম্পন্ন না হওয়া আগ পর্যন্ত বলা যাচ্ছে না কীভাবে হয়েছে।’

কার্যদিবস হওয়ায় কর্মকর্তা-কর্মচারীরা কড়া নিরাপত্তায় সচিবালয়ের ভেতরে প্রবেশ করেন। এসময় তারা- এই ঘটনাকে দুঃখজনক উল্লেখ করেন।

এএম