পরিষেবা
অর্থনীতি
0

'অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে অভিযান, জরিমানা আদায়'

তিতাসের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে মিরপুর, টঙ্গী ও আশুলিয়ায় আলাদা অভিযান পরিচালনা করা হয়েছে। আজ (মঙ্গলবার, ২৪ ডিসেম্বর) মেঢাবিবি-৪ তিতাস গ্যাস টিএন্ডডিপিএলসি এর আওতাধীন মিরপুর জোনের কালশী, ইস্টার্ন হাউজিং এলাকায় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন রায়ের নেতৃত্বে তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন পিএলসি এর অবৈধ গ্যাস লাইনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে।

এসময় ডেনিমিক্স ওয়াশিং, কালশি, সেকশন-১২, আলহামদুলিল্লাহ ওয়াশিং, ব্লক-কে, রোড-এন/২, ইস্টার্ন হাউজিং এবং নাম বিহীন ওয়াশিং কারখানায় অভিযান পরিচালনা করে অবৈধ লাইনসমূহ কিলিং করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনাকালে ২০৮ ফুট জি আই পাইপ, ১২০ ফুট হোস পাইপ, একটি রেগুলেটর ও একটি ভালভ জব্দ করা হয়।

এছাড়া ডেনিমিক্স ওয়াশিং এর ম্যানেজার আবদুল্লাহ আল মামুনকে বাংলাদেশ গ্যাস আইন, ২০১০ এর ১২ (১) ধারায় এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং তাৎক্ষণিক তা আদায় করা হয়। অভিযানকালে তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন পিএলসি এর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আজ অপর এক অভিযানে টঙ্গীর বড়দেওড়া এলাকায় তিতাস গ্যাসের অবৈধ লাইন বিচ্ছিন্নকরণ অভিযানের অংশ হিসেবে আল্ট্রাভায়োলেট ওয়াশিং নামে একটি প্রতিষ্ঠানের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

এসময় প্রায় ১০০ ফুট লাইন উচ্ছেদ করে উৎস পয়েন্ট হতে প্রতিষ্ঠানটির গ্যাস সংযোগ কিলিং করা হয়। জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিবুর রহমান এসময় অবৈধভাবে গ্যাস ব্যবহারের জন্য প্রতিষ্ঠানটিকে মোবাইল কোর্ট পরিচালনা করে নগদ ৭০ হাজার টাকা জরিমানা করেন।

উক্ত অভিযানের অংশ হিসেবে জোবিঅ-আশুলিয়ার আওতাধীন বাগবাড়ি, কাশিমপুর, গাজীপুর এলাকায় অবৈধ বিতরণ লাইন উচ্ছেদের জন্য অপর একটি অভিযান পরিচালনা করা হয়েছে।

অভিযানে চারটি অবৈধ বিতরণ লাইন উচ্ছেদ করা হয়েছে যার দৈর্ঘ্য প্রায় দুই কিলোমিটার। এসময় আরও ৫০০টি অবৈধ আবাসিক গ্যাস বার্নার বিচ্ছিন্ন করা হয় এবং প্রায় ৪০০ মিটার পাইপ অপসারণ করা হয়।

উল্লেখ্য, শ্রীপুর-কাশিমপুর ৮"x১৪০ পিএসআইজি বিতরণ লাইন থেকে নিম্নমানের পাইপ দ্বারা অবৈধ বিতরণ লাইনসমূহ স্থাপন করা হয়েছিল।—সংবাদ বিজ্ঞপ্তি

এসএস