সিস্টেমের দোষ। মোসাদ্দেক হোসেন সৈকতের সাফ কথা। বিপিএলের এগারতম আসরে কোনো দলেই জায়গা পাননি দেশের প্রেক্ষাপটে অন্যতম সেরা এই স্পিনিং অলরাউন্ডার।
ঢাকা মেট্রোর অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত বলেন, ‘সিস্টেমগুলো ঠিক থাকলে এমন হতো না। যেটা হয়নি সেটা নিয়ে ভাবছি না মুভ অন করার চেষ্টা করছি। আমি আমার কাজগুলো ঠিকভাবে করার চেষ্টা করবো।’
সাদা বলে গেল বছরের ডিপিএলে দুর্দান্ত ছিলেন আবাহনী অধিনায়ক। ব্যাট হাতে ৯ ইনিংসে প্রায় ৮০ এভারেজ আর ১২৪ স্ট্রাইকরেটে তুলেছেন ৩৯৬ রান। বল হাতেও ছিলেন সেরা বোলারের তালিকায়। ১২ ইনিংসে পেয়েছেন ২০ উইকেট, ইকোনমি ৩দশমিক আট চার, এভারেজ ১৬
ঢাকা মেট্রোর হেড কোচ মিজানুর রহমান বাবুল বলেন, ‘টিমকে সে জেতাচ্ছে। তার টিম চ্যাম্পিয়ন। সে অনেক রানও করছে। বিপিএলে সৈকতের মতো একজন প্লেয়ার টিম না পাওয়া সত্যিই কষ্ট কর।’
সম্প্রতি লঙ্কা টি-টেনেও বাংলা টাইগার্সের হয়ে ব্যাট হাতে ঝড়ো ইনিংস খেলেছেন সৈকত। তবে বিদেশি লিগে দল পেলেও দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিপিএলে ঘর পাননি তিনি। তবে কি বৈষম্যের শিকার মোসাদ্দেক সৈকত?
যদিও এখনই আশা ছাড়ছেন না মোসাদ্দেক, যেহেতু বিপিএলের দলগুলোর কাছে এখনও সুযোগ আছে দেশিদের দলে ভেড়াবার, তাই মোসাদ্দেকও আশায় বাধছেন বুক।