অর্থনীতি
0

বিএসসির বহরে যুক্ত হচ্ছে ৬ জাহাজ

সব কিছু ঠিক থাকলে আগামী দুই বছরে বাংলাদেশ শিপিং করপোরেশন- বিএসসির বহরে ৬টি জাহাজ যুক্ত হচ্ছে। এর মধ্যে অন দ্যা স্পট নিজস্ব অঅর্থায়নে জাপান থেকে পুরানো দুটি বাল্ক কার্গো জাহাজ কিনবে সরকার। বিএসসির ৪৭তম বার্ষিক সাধারণ সভায় এ কথা জানান নৌ পরিবহন উপদেষ্টা সাখাওয়াত হোসেন। আগের মতো চট্টগ্রাম বন্দরকে গুটি কয়েক প্রতিষ্ঠানের হাতে ছাড়া হবে না বলেও সাফ জানান তিনি।

বৈশ্বিক মন্দাসহ নানা প্রতিকূলতার মধ্যে ২০২৩-২৪ অর্থ বছরে মাত্র ৭ টি জাহাজ দিয়ে ৫৩ বছরের মধ্যে সর্বোচ্চ ২৪৯ কোটি ৬৯ লাখ টাকা মুনাফা করেছে বাংলাদেশ শিপিং করপোরেশন। এই সময়ে আগের বছরের চেয়ে প্রায় সাড়ে তিন কোটি টাকা বেশি মুনাফা হয়েছে। এই বছরেও ২৫ শতাংশ লভ্যাংশ দিয়েছে প্রতিষ্ঠানটি।

বিএসসির ৪৭তম বার্ষিক সাধারণ সভায় লাভের ধারাবাহিকতা বজায় থাকলে আগামীতে আরো বেশি লভ্যাংশ দেয়ার ঘোষণা দিয়েছেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক।

বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক বলেন, ‘একটি লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। প্রতিবছর নিড মুনাফার পরিমাণ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে।’

সাধারণ সভায় বিএসসিকে একমাত্র সরকারি বাণিজ্যিক লাভজনক প্রতিষ্ঠান দাবি করে আগামীতে জাহাজের বহর বড় করার কথা বলেন নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন। আগের মতো চুরি চামারি হবে না জানিয়ে বলেন জাপান থেকে ভালো জাহাজ কেনা হবে। চীন থেকে চারটি জাহাজ ক্রয়ে চুক্তি সই হবে আগামী বছরে।

তিনি বলেন, ‘জাপানি শিপগুলো নিশ্চয় খুব ভালো হবে। আমরা দেখছি জাহাজগুলো কোথায় পাওয়া যায়। আমি নিজে গিয়ে দেখে তারপর ক্রয় করবো।’

চট্টগ্রাম বন্দরে বিনিয়োগে বিশ্বব্যাংকসহ বিভিন্ন দেশের আগ্রহী বলেও জানান উপদেষ্টা।

ইএ