দেশে এখন
0

বান্দরবানে নাগরিক পরিষদের উদ্যোগে অ্যাম্বুলেন্স সেবা চালু

বান্দরবান পৌর এলাকার গরীব অসহায় রোগীদের চিকিৎসা পাওয়ার জন্য তাৎক্ষণিক পরিবহন সেবাদানের লক্ষ্যে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের উদ্যোগে অ্যাম্বুলেন্স সেবা চালু করা হয়েছে।

আজ (রোববার, ২২ ডিসেম্বর) দুপুরে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান কাজী মজিবর রহমানের তত্ত্বাবধানে পরিচালিত এই নাগরিক সেবার আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই।

নাগরিক পরিষদের এমন মহৎ উদ্যোগকে স্বাগত জানিয়ে থানজানা লুসাই বলেন, 'পাহাড়ের অনেক অসহায় রোগী অ্যাম্বুলেন্সের অভাবে চট্টগ্রাম বা অন্য কোথাও যেতে পারে না। আশা করি, এই পরিবহনের মাধ্যমে সহজেই মুমূর্ষু রোগীদের উন্নত চিকিৎসার জন্য অন্যত্র নিয়ে যেতে পারবে।'

উদ্বোধনকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান কাজী মুজিবুর রহমান, জেলা পরিষদ সদস্য খুরশীদা ইসহাক, মো. নাসির উদ্দিন, অ্যাডভোকেট আবুল কালাম, উবাথৈই মার্মা।

এসএস