অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপের ফাইনালে ভারতের দেয়া ১১৮ রানের টার্গেটে ব্যাট করছে বাংলাদেশ। শেষ খবর পাওয়া পর্যন্ত টাইগ্রেসদের সংগ্রহ ৩ উইকেটে ৬৬ রান।
লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খায় বাংলাদেশ। দলীয় ৮ রানে বিদায় নেন ওপেনার ইভা। ওয়ানডাউনে নামা সুমাইয়াকে নিয়ে ওপেনার ফাহমিদা বড় জুটির আভাস দিয়েছিলেন।
তবে দলীয় ২৪ রানে দ্বিতীয় উইকেট হারায় দলটি। ৮ রান করে প্যাভিলিয়নের পথ ধরেন সুমাইয়া। স্কোরবোর্ডে আরও ২০ রান যোগ হতেই তৃতীয় উইকেটের পতন ঘটে বাংলাদেশের। ওপেনার ফাহমিদা ১৮ রান করে উইকেট দেন সোনম জাদবকে।
এর আগে নির্ধারিত ২০ ওভার ব্যাট করছে ৭ উইকেটে ১১৭ রান করে ভারত। টাইগ্রেসদের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট শিকার করেন ফারজানা ইয়াসমিন।