এসময় ভবনের তৃতীয় তলা থেকে ৫ জনকে সুস্থভাবে উদ্ধার করা হয়। ফায়ার সার্ভিসের তথ্যানুযায়ী, বৈদ্যুতিক গোলযোগের কারণে ফ্রিজ থেকে অগ্নিকাণ্ডের সূচনা হয়। আগুনে আনুমানিক ২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এর আগে রাত আনুমানিক সাড়ে ৮টার পরে বনশ্রী ব্লক সির ৪ নম্বর রোডের ১৬ নম্বর বাসায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট রওনা দেয়।
৬ তলা ভবনের তিনতলায় আগুন লাগার খবর পাওয়ার পরই নিয়ন্ত্রণের জন্য দুটি ইউনিট পাঠানো হয় বলে ফায়ার সার্ভিস থেকে জানানো হয়।
রাত ৯টায় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট সেখানে পৌঁছায়। রাত ৯টা ১৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে এবং এর পনেরো মিনিট পর পুরোপুরি নির্বাপন করা হয় বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে।
প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কী কারণে আগুন লেগেছে সে বিষয়ে কিছু জানা যায় নি। আগুনের হতাহতের বিষয়েও কোনো তথ্য নেই।