রাজনীতি
দেশে এখন
0

‘রাজনীতিবিদরা ভালো হলে দেশের ৯৯ শতাংশ মানুষ ঠিক হবে’

রাজনীতিবিদরা ভালো হয়ে গেলে দেশের ৯৯ শতাংশ মানুষ ঠিক হয়ে যাবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। আজ (শুক্রবার, ২০ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর মিরপুরের সেনপাড়ায় খ্রিষ্টান সম্প্রদায়ের মানুষদের সাথে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, ‘রাজনীতিবিদরা ভালো হয়ে গেলে দেশের ৯৯ শতাংশ মানুষ ঠিক হয়ে যাবে।’

তিনি বলেন, ‘ধর্মের ভিত্তিতে কোনো অধিকার ভাগাভাগি হতে পারে না। সমাজের সকল অপকর্মের বিরুদ্ধে অবস্থান নিতে হবে। অপকর্মে কোনো দল বা ধর্মের কোনো প্রশ্রয় দেওয়া যাবে না।‘

জামায়াত আমীর আরো বলেন, ‘এমন বাংলাদেশ চাই যেখানে মসজিদ, গির্জা পাহারা দিতে হবে না।’

সংখ্যালঘু নির্যাতন নিয়ে জামায়াতে ইসলামীর সম্পর্কে অপপ্রচার করা হয় বলেও মন্তব্য করেন তিনি। এছাড়া বৈষম্যহীন রাষ্ট্র গঠনে খ্রিষ্টান ধর্মাবলম্বীদের পরামর্শও প্রত্যাশা করেন জামায়াত আমীর।

এএইচ