শুক্রবার স্থানীয় সময় ভোর সাড়ে পাঁচটার দিকে আজমের রোডের একটি পেট্রোল পাম্পের বাইরে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, দুর্ঘটনা সময় পাম্পের বাইরে একটি সিএনজি ট্যাঙ্কার রাখা ছিল। এসময় একটি ট্রাক প্রথমে পাম্পের পাশে পার্ক করা কয়েকটি গাড়ির সাথে ধাক্কা খায়। এরই এক পর্যায়ে আগুন লেগে যায় সিএনজি ট্যাঙ্কারটিতে।
তদন্তকারী কর্মকর্তারা বলছেন, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। আগুন লাগার পরপর দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন।
দমকল বিভাগ জানায়, খুব অল্প সময়ের মধ্যেই ট্যাঙ্কারের আগুন আশেপাশের যানবাহনে ছড়িয়ে পড়েছে।