আজ (বুধবার, ১৮ ডিসেম্বর) মধ্যরাতে ইজতেমা ময়দান ও আশপাশের সড়কে উভয় গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজন কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার এগারসিন্ধুর গ্রামের আমিনুল ইসলাম বাচ্চু (৫৫), আরেকজন রাজধানীর দক্ষিণখান থানার বেরাইধ এলাকার বেলাল। তৃতীয়জনের নাম পরিচয় জানা যায় নি।
আহতদের টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পুলিশ জানায়, বেশ কিছুদিন ধরেই তাবলীগ জামাতের মাওলানা সা'দ অনুসারীদের জোড় আয়োজনকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল।
গত ২৯ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত মাওলানা জুবায়ের অনুসারীরা জোড় ইজতেমা পালন করেন। এরপর ২০ ডিসেম্বর থেকে মাওলানা সা'দ অনুসারীরা জোড় আয়োজনের সিদ্ধান্ত নিলে তাদেরকে প্রতিহত করার ঘোষণা দিয়ে ইজতেমা ময়দানে অবস্থান নেয় জুবায়ের অনুসারীরা।
মঙ্গলবার সন্ধ্যা থেকে সা'দ অনুসারীদের ইজতেমা ময়দানে প্রবেশ ঠেকাতে ময়দানের চারপাশে ও বিভিন্ন সড়কের মোড়ে লাঠি হাতে পাহারা বসায় জুবায়ের অনুসারীরা। অন্যদিকে দেশের বিভিন্ন জেলা থেকে সা'দ অনুসারীরা ইজতেমা ময়দানের উদ্দেশ্যে বাস-ট্রাকযোগে আসতে থাকে।
মধ্যরাতে সড়কের বিভিন্ন পয়েন্টে সা'দ অনুসারীদের গাড়ি আটকে দেয় জুবায়ের পন্থীরা। এক পর্যায়ে রাত আড়াইটার দিকে মাওলানা সা'দ অনুসারীরা ইজতেমা ময়দানে প্রবেশ করলে উভয় গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় গ্রুপের দুইজন নিহত ও অন্তত অর্ধশত মুসল্লি আহত হয়েছেন।
এ ঘটনার পর থেকে ইজতেমা ময়দান ও আশপাশের এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।পরিস্থিতি নিয়ন্ত্রণে বিপুল সংখ্যক পুলিশ ও র্যাব মোতায়েন রয়েছে।
মাওলানা জোবায়ের অনুসারীদের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান দাবি করেন, মধ্যরাতে সা'দ অনুসারীদের অতর্কিত হামলায় তাদের দুইজন সাথী নিহত হয়েছেন। বিভিন্ন হাসপাতালে শতাধিক সাথী আহত অবস্থায় চিকিৎসা নিচ্ছেন।
অন্যদিকে, মাওলানা সা'দ অনুসারীদের মিডিয়া সমন্বয়ক মো. সায়েম জানান, বিভিন্ন জেলা থেকে আগত সা'দ অনুসারী সাথীদের গাড়ি আটকে দিয়ে এবং ইজতেমা ময়দানে প্রবেশ করলে হামলা চালায় জুবায়ের অনুসারীরা।
হামলায় তাইজুল ইসলাম নামে সা'দ অনুসারী এক সাথী মারা গেছেন। আহতদের টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেয়া হলে সেখানে হেফাজতের লোকজন আহতদের ওপর হামলা করছে বলেও অভিযোগ করেন তিনি।
টঙ্গি পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইস্কান্দার হাবিবুর রহমান সত্যতা নিশ্চিত করে বলেন, তাবলীগের দুই গ্রুপ মধ্যরাতে সংঘর্ষে জড়ায়। এতে দুইজন নিহত হয়েছেন। পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।