লম্বা সময় মাঠের ক্রিকেট থেকে দূরে ছিলেন তামিম ইকবাল। ৭ মাস বিরতির পর এনসিএল টি-টোয়েন্টি দিয়ে ফিরেই ঝলক দেখিয়েছেন অভিজ্ঞ এই ক্রিকেটার।
তার ব্যাটিংয়ে সন্তুষ্ট বিসিবির প্রধান নির্বাচক। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে তামিমের ব্যাপারে ইতিবাচক গাজী আশরাফ হোসেন লিপু।
তিনি বলেন, ‘তামিম ইকবাল খেলা শুরু করেছেন। এটা একটা ভালো ব্যাপার, আশার আলো। এর মাধ্যমে আমরা খুব দ্রুতই জানতে পারবো যে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য তিনি অ্যাভেইলেবল থাকবেন কী না। যদি থাকেস দ্যট উইল বি ওয়ান্ডারফুল।’
সবশেষ ভারত সিরিজের পর থেকেই নানা কারণে জাতীয় দলের বাইরে সাকিব আল হাসান। সম্প্রতি অ্যাকশনে ত্রুটি পাওয়ায় বোলিং থেকে তাকে নিষিদ্ধ করেছে আইসিসি ৷
যে কারণে আবারও আলোচনায় নাম্বার সেভেন্টি ফাইভ। এ অবস্থায় চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিবের ব্যাপারে কী ভাবছে বিসিবি সেই প্রশ্ন ছিলো প্রধান নির্বাচকের কাছে।
গাজী আশরাফ হোসেন লিপু বলেন, ‘সাকিব আল হাসানের বিষয়ে আপনারা নিজেরাই অবহিত আছেন। এটার ব্যাপারে আমি এই মুহূর্তে সরাসরি পরিষ্কার করে কিছু বলতে পারবো না। এটা সামগ্রিকভাবে ভিন্ন ইস্যু। এটা গতানুগতিক ইস্যু না, অ্যাবনরমাল ইস্যু যেটা সাকিব আল হাসানের ক্ষেত্রে ঘটছে।’
রান খরা কাটাতে পারছেন না অভিজ্ঞ ক্রিকেটার লিটন দাস। ক্যারিবীয়দের বিপক্ষে ওয়ানডে সিরিজের পর প্রথম টি-টোয়েন্টিতেও অফ ফর্মে এই ব্যাটার। দল জিতলেও রানের খাতা খুলতে ব্যর্থ, কুড়ি ওভারের ক্রিকেটে অধিনাকেরর দায়িত্ব পাওয়া লিটন। ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাওয়ায় তাকে নিয়ে উদ্বিগ্ন বিসিবি।
প্রধান নির্বাচক বলেন, ‘এই মুহূর্তে তিনি টি-টোয়েন্টি ফরম্যাটের ক্যাপ্টেন। একটা সিরিজ চলছে। আমার মনে হয় এ মুহূর্তে ডিটেইলে কথা বলার সময় না। এতটুকু বলতে পারি তিনি যেভাবে আউট হচ্ছেন সে বিষয়ে আমরা সতর্ক। অদূর ভবিষ্যতে যদি সেখানে কিছু মেরামতের প্রয়োজন হয় মেরামতের জন্য কোচ রা আছেন। যদি সাময়িক বিরতি নেয়ার প্রয়োজন হয় তার জন্য কোচরা আছেন। অথবা তিনি যদি আগামীতে আরো দুটো খেলা আছে সেখানে ফেরত আসতে পারেন দ্যাট উইল বি মোস্ট ওয়েলকাম।’
সদ্য শেষ হওয়া ওয়ানডে সিরিজে লিটনের মোট রান দুই অঙ্কের কোটায় পৌঁছায়নি। তিন ম্যাচ মিলিয়ে মাত্র ৬ রান করেছেন এই ব্যাটার।