দেশে এখন
0

নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যকে স্বাগত জানিয়েছে বিএনপি

নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যকে স্বাগত জানিয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। মহান বিজয় দিবস উপলক্ষে আজ (সোমবার, ১৬ ডিসেম্বর) জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা শেষে তিনি এ কথা বলেন। এই বিএনপি নেতা আশা করেন, নির্বাচনের মাধ্যমে ভোটাধিকার ফিরে পাবে জনগণ।

বিজয় দিবস উপলক্ষে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা শেষে এসব কথা বলেন। মির্জা আব্বাস জানান, যতক্ষণ পর্যন্ত রাজনৈতিক সরকার না আসবে ততদিন মানুষের নাভিশ্বাস কমবে না।

তিনি জানান, সময়ের বিবর্তনে সংস্কার যুগ যুগ ধরে চলবে। দ্রুত নির্বাচনের মাধ্যমে এই সরকার ভোটাধিকার ফিরিয়ে দেবে বলে জনগণের প্রত্যাশা।

মির্জা আব্বাস বলেন, ‘আশা করি, অন্তর্বর্তী সরকার সুষ্ঠু নির্বাচন দিয়ে জনগণের হাতে ক্ষমতা হস্তান্তর করবে।’

তিনি বলেন, ‘ফ্যাসিস্ট হাসিনার পতনের পর জনগণের চাওয়া একটি সুষ্ঠু নির্বাচন এবং গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা। তাই অতিদ্রুত সংস্কারের কাজ সম্পন্ন করে নির্বাচনের মাধ্যমে জনগণকে একটি গণতান্ত্রিক সরকার উপহার দিতে হবে।’

এদিকে বিএনপি স্থায়ী কমিটি সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, ‘প্রধান উপদেষ্টা নির্বাচনের বিষয়ে ধারণা দিয়েছেন, কিন্তু বিএনপি সুনির্দিষ্ট রোড ম্যাপ চায়।’

প্রধান উপদেষ্টার নির্বাচনের ঘোষণাকে স্বাগত জানিয়ে বিএনপি নেতারা জানান, প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশে যর্থার্থ বক্তব্য দিয়েছেন। তবে কোনো ধারণা নয়, নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ চায় মানুষ। মানুষ এক স্বৈরাচার থেকে মুক্তির জন্য লড়াই করেছে, নতুন কোন স্বৈরাচার জন্য নয়। নির্বাচিত সরকার না আসা পযন্ত দেশের কোন সমস্যার সমাধান হবে না বলেও মন্তব্য করেন তারা।

ইএ