এসময় জাতীয় নাগরিক কমিটির নেতারা বলেন, বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি সম্মান থাকলে ভারত শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে সোপর্দ করবে।
আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, '২৪ এ গণহত্যা চালানো শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিচার এই বাংলার মাটিতে করা হবে। যারা বিচারের বিপক্ষে কথা বলবে তারা আওয়ামী লীগের অংশ হিসেবে গণ্য হবে।'
সেই সাথে গণহত্যা চালানো খুনিদের বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন দিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
এসময় সবাই শহীদদের স্মরণে প্রথমে মোমবাতি প্রজ্বলন এরপর দোয়া ও পরে দোয়ার মাধ্যমে তাদের আত্মার মাগফিরাত কামনা করে এবং সবশেষে ৭১ ও ২৪ এ দেশাত্মবোধক গান দিয়ে অনুষ্ঠান শেষ করে।