মানবতাবিরোধী অপরাধের দায়ে আনিসুল হক ও সালমান এফ রহমানকে ট্রাইব্যুনালে হাজির

সাবেক মন্ত্রী আনিসুল হক ও সালমান এফ রহমান
সাবেক মন্ত্রী আনিসুল হক ও সালমান এফ রহমান | ছবি: সংগৃহীত
0

জুলাই বিপ্লবের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও শেখ হাসিনার বেসরকারি উন্নয়ন, শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। জুলাই অভ্যুত্থানে ছাত্র-জনতা হত্যায় উস্কানি দেয়ার অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে।

আজ (মঙ্গলবার, ৬ জানুয়ারি) এ মামলায় তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন না করার পাশাপাশি অব্যাহতি চেয়ে আসামিপক্ষের শুনানি অনুষ্ঠিত হবে। বেলা সাড়ে ১১টার পরে ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ শুনানি শুরু হয়েছে।

আরও পড়ুন:

এর আগে গত ২২ ডিসেম্বর তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে প্রসিকিউশন পক্ষ শুনানি শেষ করেছে। শুনানির ওই পর্যায়ে সালমান ও আনিসুলের একটি বিতর্কিত ফোনালাপ ট্রাইব্যুনালে বাজিয়ে শোনানো হয়েছিল।

প্রসিকিউশন পক্ষের দাবি ছিল, কারফিউ চলাকালে আন্দোলনকারীদের ‘শেষ করে দেয়ার’ এ প্ররোচনা হত্যাকাণ্ডে উস্কানি হিসেবে কাজ করেছে। শুনানি শেষে আসামিদের বিরুদ্ধে বিচার শুরুর প্রার্থনা করে প্রসিকিউশন।

এসএস