কিশোরগঞ্জ ও সিরাজগঞ্জে শীতের তীব্রতা বেড়েই চলেছে

দেশে এখন
0

কিশোরগঞ্জ ও সিরাজগঞ্জে শীতের তীব্রতা বেড়েই চলেছে। আজ (শনিবার, ১৪ ডিসেম্বর) কিশোরগঞ্জে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস ও সিরাজগঞ্জে ১১ ডিগ্রি সেলসিয়াস। সামনের দিনগুলোতে শীতের তীব্রতা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

কিশোরগঞ্জে শীতের তীব্রতায় বিপর্যস্ত নিম্ন আয়ের মানুষের জীবন। গতকাল কিশোরগঞ্জে সারাদিন দেখা মেলেনি সূর্যের। আজও বেলা গড়িয়ে গেলেও এখনো দেখা মেলেনি সূর্যের আলো।

নিকলী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক আমিরুল ইসলাম শিপন জানিয়েছেন, আজকের সকালের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪.২ ডিগ্রি সেলসিয়াস যা আরও কমতে পারে।

শীতের এই তীব্রতায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ। কুয়াশা আর ঠান্ডা বাতাসে তাদের জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছে।

কাজ কমে যাওয়ায় আয় কমছে, আবার শীতজনিত অসুস্থতাও বাড়ছে তাদের শরীরে। অনেক শ্রমিক জানিয়েছেন, ঠাণ্ডার কারণে পুরো দিন কাজ করতে না পারায় পুরো মজুরিও পাচ্ছেন না অনেকে।

ইএ