গ্যাজেট
তথ্য-প্রযুক্তি
0

অ্যান্ড্রয়েড এক্সআর হেডসেট আনছে স্যামসাং

অ্যান্ড্রয়েড ভার্চুয়াল রিয়ালিটি ডিভাইসের জগতে প্রবেশ করতে যাচ্ছে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি জায়ান্ট স্যামসাং। প্রতিষ্ঠানটি নিজেদের এক্সটেন্ডেড রিয়ালিটি (এক্সআর) হেডসেট বাজারে আনতে যাচ্ছে। যার কোডনেম রাখা হয়েছে ‘মোহান’।

গুগল ও কোয়ালকমের সহযোগিতায় তৈরি হেডসেটটি এক্সআর ডিভাইসের জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে। যা নতুন অ্যান্ড্রয়েড এক্সআর অপারেটিং সিস্টেমেও চলবে। প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম গিজচায়নার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়, স্যামসাংয়ের নতুন এক্সআর হেডসেটে উন্নত ডিসপ্লে, পাসথ্রু প্রযুক্তি, মাল্টি-মোডাল ইনপুটের মতো বিভিন্ন ফিচার থাকবে।

ডিভাইসটিতে গুগল ম্যাপ, ইউটিউব এবং নতুন গুগল জেমিনি অ্যাসিস্ট্যান্টের মতো অ্যাপগুলো ব্যবহার করা যাবে। যদিও এতে স্যামসাংয়ের নিজস্ব বিক্সবি অ্যাসিস্ট্যান্ট ব্যবহার করা হয়নি।

ব্যবহারকারীদের জন্য হেডসেটটি আরামদায়ক ও দীর্ঘমেয়াদি করতে ডিজাইনকে অপ্টিমাইজ করা হয়েছে। তবে ডিভাইসের বাকি তথ্য, দাম ও কবে বাজারে আসবে সে বিষয়ে কোম্পানির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

এএম