ঢাকা-সিলেট মহাসড়কের ভেলানগর এলাকা। নিয়মের তোয়াক্কা না করে মহাসড়কে উঠে যাচ্ছে ব্যাটারিচালিত অটোরিকশা। ট্রাফিক পুলিশের চোখের সামনেই ঘটছে এমন ঘটনা।
একই চিত্র মহাসড়কের নরসিংদীর ৫২ কিলোমিটার অংশজুড়েই। বাস ও ট্রাকসহ অন্যান্য ভারী যানবাহনের সাথে পাল্লা দিয়ে দাঁপিয়ে বেড়াচ্ছে থ্রি হুইলারও।
বিপাকে পড়ছেন যাত্রী ও পণ্যবাহী গাড়িচালকরা। থ্রি হুইলারের দৌরাত্ম্যে গাড়ির ধীরগতির পাশাপাশি মাধবদী, মরজাল, ইটাখোলা, ভেলানগরসহ অন্তত ১০টি স্থানে দেখা দিচ্ছে যানজট। প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে।
এ বিষয়ে মহাসড়ক দাপিয়ে বেড়ানো গাড়ি চালকদের কাছে নেই যৌক্তিক উত্তর।
ট্রাফিক বিভাগ বলছে, থ্রি হুইলার মহাসড়কে যাতে না ওঠতে পারে সেজন্য ব্যবস্থা নেয়া হচ্ছে। তবে, থ্রি হুইলারের যাত্রীদের সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।
নরসিংদীর ট্রাফিক সার্জেন্ট মো. মুকুল হোসেন বলেন, ‘যাত্রীরা মিনিবাস আছে, অন্যান্য গাড়ি আছে সেগুলোতে চড়বে। আর যেগুলো থ্রি হুইলার সেগুলোতে যেন না ওঠে, না ব্যবহার করে তাহলেই নিয়ন্ত্রণ সম্ভব।’
মহাসড়কে থ্রি হুইলার চলাচল বন্ধ হলে দুর্ঘটনা রোধের পাশাপাশি পণ্য এবং যাত্রী পরিবহণ সেবা হবে নির্বিঘ্ন, এমনটাই মনে করছেন পরিবহণ সংশ্লিষ্টরা।