সবশেষ ফিফা র্যাংকিংয়ে অনুযায়ী পট-ফোর-এ জায়গা হয় বাংলাদেশের। ‘সি’ গ্রুপের চার দলের মধ্যে ফিফা র্যাংকিংয়ে বর্তমানে সবচেয়ে পিছিয়ে বাংলাদেশ, ১৮৫তম।
এই গ্রুপের শীর্ষ দল ভারত, র্যাংকিংয়ে তাদের অবস্থান ১৩৭ বাকি দুই দল হংকং ১৫৬ ও সিঙ্গাপুর ১৬১তম।
এই গ্রুপের চার দলের মধ্যে ২০২৩ সালের এশিয়ান কাপে খেলেছিল ভারত ও হংকং। দুটি দলই বিদায় নিয়েছিল গ্রুপ পর্ব থেকে।
২৪ দল ছয় গ্রুপে ভাগ হয়ে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে খেলবে বাছাইয়ের ম্যাচগুলো। আগামী মার্চে শুরু হওয়ার কথা তৃতীয় রাউন্ড।