এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘প্রশিক্ষণ ইনস্টিটিউটের কার্যক্রম শুরু হলে দুর্যোগ মোকাবিলার সক্ষমতা বাড়বে। এছাড়াও গবেষণার মাধ্যমে দুর্যোগ ব্যবস্থায় নতুন প্রযুক্তির উদ্ভাবন হবে।’
বিভিন্ন স্টেকহোল্ডার ও বিদেশিরাও এ ইনস্টিটিউটের বিষয়ে বিভিন্ন প্রস্তাবনা দিচ্ছে বলেও জানান ফারুক-ই-আযম।
এর আগে মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে প্রকল্প এলাকা ঘুরে দেখেন উপদেষ্টা। পরে প্রকল্প সংশ্লিষ্টদের বিভিন্ন দিকনির্দেশনা দেন দুর্যোগ উপদেষ্টা ফারুক-ই-আযম।
টঙ্গীর সাতাইশ ধরপাড়া এলাকায় প্রায় আট একর জায়গায় নির্মাণ হচ্ছে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট।