সাড়ে পাঁচ বছর পর খুলছে প্যারিসের নটরডেম ক্যাথেড্রাল

ইউরোপ
বিদেশে এখন
0

ভয়াবহ অগ্নিকাণ্ডের প্রায় সাড়ে পাঁচ বছর পর খুলছে ফ্রান্সের রাজধানী প্যারিসের ঐতিহাসিক নটরডেম ক্যাথেড্রাল। আজ (শনিবার, ৭ ডিসেম্বর) খুলে দেয়া হবে এই ক্যাথেড্রাল।

এদিন যুক্তরাষ্ট্রের নব নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ আরও ৫০টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানের উপস্থিত থকার কথা রয়েছে। তাই নতুনরূপে ক্যাথেড্রালটি উদ্বোধনের আগে জোরদার করা হয়েছে প্যারিসের নিরাপত্তা ব্যবস্থা।

প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর উদ্বোধনী বক্তব্যের মধ্য দিয়ে এটি আবারও জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হবে।

২০১৯ সালের ১৫ এপ্রিল বিকেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল ৮৫০ বছর পুরোনো ক্যাথেড্রালটি।

এসএস