ক্রিকেট
এখন মাঠে
0

দুপুরে প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ-আয়ারল্যান্ড

ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশের পর এবার আয়ারল্যান্ড নারী দলের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামছে বাংলাদেশ। আজ (বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর) দুপুরে প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল। সিরিজের আগে ব্যতিক্রমী এক আয়োজনে হয়ে গেল ট্রফি উন্মোচন।

পিঠে বেতের ঝুলি, গায়ে বাহারি রঙের ঐতিহ্যবাহী পোশাক। সিলেটের মালনিছড়া চা-বাগানে পাতা সংগ্রহে ব্যস্ত বাংলাদেশ-আয়ারল্যান্ড নারী ক্রিকেট দলের দুই অধিনায়ক।

পাতা তোলার পর্ব শেষে এবার দুই অধিনায়কের হাত ধরে উন্মোচিত হলো বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি সিরিজের ট্রফি। বুধবার এমন ভিন্ন আঙ্গিকেই সাজানো হয়েছে ট্রফি উন্মোচনের দৃশ্য। সিরিজে বাড়তি আকর্ষণ আনতেই যেন ক্রিকেট বোর্ডের এমন উদ্যোগ।

হোম অব ক্রিকেটে ওয়ানডে সিরিজে সুপ্তা-মারুফাদের কাছে পাত্তাই পায়নি আইরিশরা। সিরিজের তিন ওয়ানডের সবকটিতেই হেরে হোয়াইটওয়াশের লজ্জা নিয়ে মাঠ ছেড়েছে অতিথিরা। শের-ই-বাংলার সেই সুখস্মৃতিই চায়ের রাজ্যে কাজে লাগাতে চান টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

অধিনায়ক, বাংলাদেশ নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বলেন, ‘ওডিআইয়ের পর টিম অনেক বেশি বুস্ট আপ। আমাদের টার্গেট থাকবে সেই জিনিসটা যেন আমরা এখানে কন্টিনিউ করতে পারি। আমরা মোর অর লেস সিলেটের উইকেটেই বেশি খেলি। এখানের উইকেট ভালো। যেহেতু ফরম্যাটটাও ভিন্ন। কোনো কিছুই আসলে লাইটলি নেয়ার কিছু নাই। ম্যাচ বাই ম্যাচ পরিকল্পনা করে যাওয়াটাই আমার কাছে মনে হয় বুদ্ধিমানের কাজ হবে।’

অন্যদিকে ওয়ানডে ফরম্যাটে ফল খারাপ হলেও তা নিয়ে মোটেও চিন্তিত নন আইরিশ অধিনায়ক গ্যাবি লুইস। টি-টোয়েন্টি সিরিজ দিয়েই ঘুরে দাঁড়াতে চায় আয়ারল্যান্ড।

ওয়ানডে সিরিজে পূর্ণ ছয় পয়েন্ট নিয়ে ভারত বিশ্বকাপ নিশ্চিতের দ্বারপ্রান্তে বাংলাদেশ নারী দল। টি-টোয়েন্টি সিরিজেও আধিপত্য ধরে রাখবে বাংলার নারীরা-এই প্রত্যাশা ক্রিকেটপ্রেমীদের।

ইএ