শুরুতেই ওপেনার জাওয়াদকে শূন্য রানে আউট করেন আব্দুল আজিজ। এরপর দলের হাল ধরেন কালাম সিদ্দিকি ও আজিজুল হাকিম।
যুব ওয়ানডে দলে অভিষিক্ত দুই টপ অর্ডার ব্যাটার দুর্দান্ত ব্যাটিং করেন। কালাম ৬৬ রানে গাজানফারের বলে আউট হলেও অভিষেকে সেঞ্চুরি করেন বাংলাদেশ অধিনায়ক আজিজুল হাকিম।
১৩৩ বলে ৮টি চার ও ৩ ছক্কায় ১০৩ রানের দুর্দান্ত ইনিংস খেলেন আজিজুল। বাংলাদেশ সংগ্রহ করে ২২৮ রান।
জবাবে ব্যাট করতে নেমে সাবধানি শুরু করেন দুই আফগান ওপেনার। ১৬ রানে মাহবুব খানকে বোল্ড করেন রাফি।
আরেক ওপেনার উযাইর উল্লাহকে সাজঘরে পাঠান মারুফ মৃধা। ফয়সাল খানের ৫৮ ও নাসির খানের ৩৪ রান কিছুটা প্রতিরোধ গড়লেও তা জয়ের জন্য যথেষ্ট ছিল না।
১৮৩ রানে থামে আফগানরা। ৩টি করে উইকেট নেন ফাহাদ ও ইমন।