গায়েবি শক্তিতে চলছে বিসিবি!

0

দায়িত্ব নেয়ার শততম দিনে দাঁড়িয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন কমিটি। অথচ এখনও আলোর মুখ দেখেনি বিসিবি'র স্থায়ী কমিটি। গঠনতন্ত্র অনুযায়ী ২১টি কমিটির মধ্যে নেতৃত্বশূন্য গুরুত্বপূর্ণ ১১টি কমিটি। শূন্য ১৫ জন পরিচালকের পদ। তাহলে কীভাবে চলছে দেশের ক্রিকেট বোর্ড? কারাই বা নিচ্ছেন সিদ্ধান্ত?

গেল ২১ আগস্ট দেশের ক্রিকেটের স্মরণীয় মুহূর্ত। এক যুগের বেশি সময় ধরে ক্রিকেট বোর্ডে চলা স্বৈরশাসনের অবসান ঘটিয়ে সভাপতির চেয়ারে বসেন সাবেক অধিনায়ক প্রধান নির্বাচক ফারুক আহমেদ।

এরপর কেটে গেছে শতদিন। দেশের সাবেক অধিনায়ক নতুন দায়িত্বে হাঁকিয়েছেন সেঞ্চুরি। দায়িত্বের শুরুতেই চ্যালেঞ্জ ছিল, অস্থিরতা কাটিয়ে দ্রুতই ক্রিকেটে ফেরাতে হবে প্রশান্তির হাওয়া। প্রত্যাশা ছিল, পালাবদলের পর অন্য পরিচালকরা পালিয়ে গেলেও, থেকে যাওয়া সাত পরিচালককে নিয়ে পাড়ি দেবেন বন্ধুর পথটা।

তবে দিন যত গড়িয়েছে, ক্রিকেটে এসেছে একের পর এক ঝড়। কখনও নারী বিশ্বকাপ নিয়ে অস্থিরতা, কখনও আবার বিপিএলের নতুন আসর মাঠে গড়ানো নিয়ে শঙ্কা। এছাড়া সাকিবের দেশে ফেরা নিয়ে নানামুখী চাপ তো ছিলই। এসবই ফারুক আহমেদ সামলেছেন একা হাতে, জাতীয় ক্রীড়া পরিষদ মনোনীত আরেক পরিচালক নাজমুল আবেদিন ফাহিমকে সাথে নিয়ে।

তবে সবকিছুতেই এ দু'জনের সংশ্লিষ্টতা মোটা দাগে তৈরি করেছে প্রশ্ন। তবে কি এখনও আগের মতোই চলছে দেশের ক্রিকেট বোর্ড?

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া বলেন, 'আইসিসির যে ফ্রেমওয়ার্ক আছে তার মধ্যে থেকে নিয়মতান্ত্রিকভাবে বিসিবিতে পরিবর্তনটা এনেছি। তবে এটা বাস্তব যে জোড়াতালি দিয়ে চলছে কাজ।'

নতুন বাংলার ক্রীড়া উপদেষ্টার বলা বিশৃঙ্খলা খুঁজতেই চোখে পড়ে অসংগতি। গঠনতন্ত্রে বলা ২১টি স্থায়ী কমিটির দায়িত্ব বণ্টন না করেই চলছে বিসিবি। ক্রিকেট বোর্ডের এক সূত্র নিশ্চিত করেছে, ২১টি কমিটির মধ্যে সাত পরিচালককে দেয়া হয়েছে মোট আটটি কমিটির দায়িত্ব।

পরিচালক না হলেও বিসিবির গুরুত্বপূর্ণ তিনটি কমিটির দায়িত্ব সামলাচ্ছেন দেশের সাবেক তিন ক্রিকেটার।

এ তো গেল মোট ১০টি কমিটির হিসাব। বাকি থাকা ১১ কমিটির দায়িত্বে কে আছেন কিংবা কার হাত ধরে চলছে সেসব কমিটির কর্মকাণ্ড, জানেন না ক্রিকেট বোর্ডের পরিচালকরাও। এ নিয়ে কথা বলতে চাইলেও মুখ খুলতে রাজি হননি কেউ।

এদিকে বিসিবির গঠনতন্ত্র বলছে, প্রতিটি কমিটির মাসে অন্তত একবার করে হতে হবে বৈঠক। তবে কমিটিগুলো সক্রিয় না থাকায় তিন মাসের বেশি সময় ধরে হয়নি স্থায়ী কমিটির বৈঠক। পাশাপাশি বোর্ড মিটিংয়ের আগে নির্ধারিত এজেন্ডা পরিচালকদের জানানোর কথা থাকলেও ফারুক আহমেদের কমিটিতে মানা হয়নি এ নিয়মও। নিয়ম রক্ষার এক মেইল বার্তায় পরিচালকদের জানিয়ে দেয়া হয় বৈঠকের স্থান ও সময়।

দেশের ক্রিকেট বোর্ডে চলা এমন অনিয়ম আর অস্থিরতা কিংবা বোর্ডের সিংহভাগ দায়িত্ব নতুন সভাপতির নিজ কাঁধে নেয়ার প্রবণতাকে কীভাবে দেখছেন বিসিবির পরিচালকরা?

বিসিবি পরিচালক ইফতেখার আহমেদ মিঠু বলেন, 'আমাদের তো যার যার ডিপার্টমেন্ট আমরা চালাচ্ছি। অ্যাডিশনাল ডিপার্টমেন্টগুলো তো সবাই মিলে ফারুক ভাইয়ের নেতৃত্বে চালানো হচ্ছে। এখনও অনেক কিছু, বাকি ডিপার্টমেন্টগুলো ফারুক ভাইয়ের কাছেই আছে।'

বিসিবি পরিচালক ফাহিম সিনহা বলেন, 'ফারুক ভাই খুব প্রমড। মানে যেখানে আমার একটা ডিসিশন দরকার তার কাছে যাচ্ছি। উনি ইন্সট্যান্টলি সেটা সলভ করে দিচ্ছেন।'

যদিও বিশেষজ্ঞরা মনে করেন পুরোনো বোর্ড পরিচালকদের ওপর আস্থাহীনতার কারণেই তৈরি হয়েছে এমন পরিস্থিতি।

ক্রিকেট বিশ্লেষক এম এম কায়সার বলেন, 'যেকোনো জায়গায় শুধু দু'জনকে দেখা যাচ্ছে। একটা টুর্নামেন্ট উদ্বোধন হবে সেখানে ফারুক আহমেদ আর নাজমুল আবেদিন ফাহিম। একটা প্রেস কনফারেন্স হবে সেখানেও তারা দু'জন, মিডিয়াকে কিছু জানাতেও তারা দু'জন। তাহলে কী ক্রিকেট বোর্ডের আর যে ১০ জন আছেন তারা কাজ করছেন না? মোস্ট প্রভাবলি এখানে একটা জিনিস হতে পারে তারা যেহেতু আগের রিজিমের সঙ্গে ছিলেন, সে কারণে তারা বর্তমানে টেলিভিশনের সামনে চেহারা দেখাতে খুব একটা স্বাচ্ছন্দ্যবোধ করছেন না বলেই হয়তো পেছনের দিকে রয়েছেন।'

'দশের লাঠি একের বোঝা', প্রচলিত এই প্রবাদটা জানার পরও যেন নিজের কাঁধেই সব দায়িত্ব তুলে নিয়েছেন বিসিবি প্রধান। পরিচালক পদে শূন্যতা, পুরনোদের ওপর আস্থাহীনতা সংকটে ফেলছে দেশের ক্রিকেটকে। এ থেকে উত্তরণের উপায় দ্রুত খুঁজে বের করতে না পারলে দেশের ক্রিকেট সংকটে পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এসএস

শিরোনাম
শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে জুলাই গণহত্যা মামলার তদন্ত শেষ; আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রতিবেদন দাখিল কাল
সরকারি মালিকানাধীন বহুজাতিক কোম্পানি দ্রুত তালিকাভুক্ত করানোসহ পুঁজিবাজার নিয়ে প্রধান উপদেষ্টার ৫ নির্দেশনা
স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণে দ্রুত পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস, প্রধান উপদেষ্টার সঙ্গে এলডিসি গ্র্যাজুয়েশন কমিটির বৈঠক
সন্ত্রাসী কার্যক্রমে জড়িত রয়েছে এমন ব‍্যক্তি বা সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করার বিধান রেখে সন্ত্রাস বিরোধী অধ‍্যাদেশ-২০২৫ খসড়ার সংশোধনী চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ
৯০ দিনের মধ্যে নতুন সংবিধানের প্রস্তাবনা উচ্চাশা, নতুন সংবিধান তৈরি না হওয়া পর্যন্ত বাহাত্তরের সংবিধানে প্রয়োজনীয় সংস্কার আনা যেতে পারে: আইন উপদেষ্টা
বিচার বিভাগকে স্বাধীন না করে, নির্বাহী বিভাগের ক্ষমতা বাড়ালে গণতন্ত্র প্রতিষ্ঠিত হতে পারে না: ড. আলী রীয়াজ
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের গেজেট প্রকাশের পর দলটির নিবন্ধন নিয়ে সিদ্ধান্ত: ইসি
শুধু কার্যক্রম নয়, দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধসহ ৩ দফা দাবিতে জুলাই অভ্যুত্থানে আহতদের কর্মসূচি চলবে; শাহবাগের ব্যারিকেড তুলে দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী, যান চলাচলে বিঘ্ন ঘটালে ব্যবস্থা: রমনার ডিসি মাসুদ আলম
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন সোমবারের মধ্যে জারি না হলে আবারও ছাত্র-জনতাকে নিয়ে আন্দোলন হবে: হাসনাত আবদুল্লাহ
আওয়ামী লীগ নিষিদ্ধের পরিপত্র জনগণের প্রত্যাশা অনুযায়ী না হলে সোমবার আন্দোলনে নামার হুঁশিয়ারি জুলাই ঐক্যের
গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের দায়ে দল হিসেবে আওয়ামী লীগকে বিচারিক প্রক্রিয়ায় আনতে প্রধান উপদেষ্টার কাছে গত ফেব্রুয়ারিতেই দাবি জানায় বিএনপি, মির্জা ফখরুলের বিবৃতি; দেরিতে হলেও আওয়ামী লীগকে নিষিদ্ধ করায় আনন্দিত বিএনপি
শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে জুলাই গণহত্যা মামলার তদন্ত শেষ; আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রতিবেদন দাখিল কাল
সরকারি মালিকানাধীন বহুজাতিক কোম্পানি দ্রুত তালিকাভুক্ত করানোসহ পুঁজিবাজার নিয়ে প্রধান উপদেষ্টার ৫ নির্দেশনা
স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণে দ্রুত পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস, প্রধান উপদেষ্টার সঙ্গে এলডিসি গ্র্যাজুয়েশন কমিটির বৈঠক
সন্ত্রাসী কার্যক্রমে জড়িত রয়েছে এমন ব‍্যক্তি বা সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করার বিধান রেখে সন্ত্রাস বিরোধী অধ‍্যাদেশ-২০২৫ খসড়ার সংশোধনী চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ
৯০ দিনের মধ্যে নতুন সংবিধানের প্রস্তাবনা উচ্চাশা, নতুন সংবিধান তৈরি না হওয়া পর্যন্ত বাহাত্তরের সংবিধানে প্রয়োজনীয় সংস্কার আনা যেতে পারে: আইন উপদেষ্টা
বিচার বিভাগকে স্বাধীন না করে, নির্বাহী বিভাগের ক্ষমতা বাড়ালে গণতন্ত্র প্রতিষ্ঠিত হতে পারে না: ড. আলী রীয়াজ
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের গেজেট প্রকাশের পর দলটির নিবন্ধন নিয়ে সিদ্ধান্ত: ইসি
শুধু কার্যক্রম নয়, দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধসহ ৩ দফা দাবিতে জুলাই অভ্যুত্থানে আহতদের কর্মসূচি চলবে; শাহবাগের ব্যারিকেড তুলে দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী, যান চলাচলে বিঘ্ন ঘটালে ব্যবস্থা: রমনার ডিসি মাসুদ আলম
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন সোমবারের মধ্যে জারি না হলে আবারও ছাত্র-জনতাকে নিয়ে আন্দোলন হবে: হাসনাত আবদুল্লাহ
আওয়ামী লীগ নিষিদ্ধের পরিপত্র জনগণের প্রত্যাশা অনুযায়ী না হলে সোমবার আন্দোলনে নামার হুঁশিয়ারি জুলাই ঐক্যের
গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের দায়ে দল হিসেবে আওয়ামী লীগকে বিচারিক প্রক্রিয়ায় আনতে প্রধান উপদেষ্টার কাছে গত ফেব্রুয়ারিতেই দাবি জানায় বিএনপি, মির্জা ফখরুলের বিবৃতি; দেরিতে হলেও আওয়ামী লীগকে নিষিদ্ধ করায় আনন্দিত বিএনপি