ক্রিকেট
এখন মাঠে
0

আবারো ব্যর্থ টাইগার ব্যাটাররা

অ্যান্টিগা টেস্টের চতুর্থ দিনে তাসকিন আহমেদের ক্যারিয়ার সেরা বোলিং এ ৩৩৪ রানের লক্ষ্য পায় বাংলাদেশ। কিন্তু রান তাড়া করতে নেমে আবারো ব্যর্থ টাইগার ব্যাটাররা। শেষ দিনে বড় পরাজয়ের দ্বারপ্রান্তে মিরাজ-লিটনরা।

এ যেন এক আসা যাওয়ার মিছিল, লড়াইয়ের মানসিকতা আর টিকে থাকার প্রতিজ্ঞার স্পষ্ট অভাব ছিল ব্যাটারদের মাঝে। দ্বিতীয় ইনিংসের প্রথম ওভারেই আউট জাকির হাসান। কিমার রোচের অফ স্টাম্পের বাইরের বল স্টাম্পে টেনে আনেন তিনি। সবশেষ আট ইনিংসে পাঁচ বার ১০ রানের নিচে আউট হন জাকির।

ওয়ান ডাউনে নামা মমিনুল বেঁচে যান আম্পায়ার্স কলে। তবে প্রথম চার ওভারেই দ্বিতীয় উইকেট হারায় বাংলাদেশ। অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা মেরে অনেকটা প্রথম ইনিংসের মতোই জেডেন সিলসের বলে স্লিপে ক্যাচ দেন জয়।

ইনিংসের ১১ ওভারেই রোচের দ্বিতীয় শিকারে পরিণত হন শাহাদাত হোসেন। মাত্র চার রানে সাজঘরে ফেরেন তিনি। ধুঁকতে থাকে বাংলাদেশ। মমিনুল ও টিকতে পারেননি বেশিক্ষণ। জোসেফের বলে টানা দুইবার জীবন পেলেও ১৩তম ওভারে মমিনুলকে কট এন্ড বোল্ড করেন কিমার রোচ।

এরপর লিটন দাসের ১৮ বলে ২২ ও অধিনায়ক মিরাজের ৪৬ বলে ৪৫ রানের সুবাদে ১০০ পার করে লাল সবুজরা। লিটনকে আউট করেন শামার অপরদিকে মিরাজকে ডি সিলভার হাতে তালুবন্দী করেন সিলস। তাইজুলকে ৪ রানে বোল্ড করেন জেইডেন সিলস।

তিনটি করে উইকেট নিয়ে বাংলাদেশের ব্যাটিং এ ধস নামান রোচ ও সিলস। শেষ পর্যন্ত ৩১ ওভারে ৭ উইকেটে ১০৯ রান করে দিন শেষ করেছে মিরাজ-লিটনরা। ব্যাটিং ব্যর্থতায় আরেকটি বড় পরাজয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ।

এর আগে চতুর্থ দিনের শুরুতে সবাইকে অবাক করে ১৮১ রানে পিছিয়ে থেকেই ইনিংস ঘোষণা করেন অধিনায়ক মেহেদী মিরাজ। দ্বিতীয় ইনিংসে তাসকিন ও মিরাজের বোলিং নৈপুণ্যে ১৫২ রানে অলআউট হয় উইন্ডিজ। ৬৪ রানে ক্যারিয়ার সেরা ৬ উইকেট নেন তাসকিন।

এসএস

এই সম্পর্কিত অন্যান্য খবর
অ্যান্টিগা টেস্টে উইন্ডিজের কাছে ২০১ রানে হার বাংলাদেশের

তাসকিনের ক্যারিয়ার সেরা বোলিং

প্রথমবারের মতো নিলেন ৬ উইকেট

পাকিস্তানকে ৮০ রানে হারিয়েছে জিম্বাবুয়ে

৪৫০ রানে ইনিংস ঘোষণা ওয়েস্ট ইন্ডিজের, ব্যাটিংয়ে বাংলাদেশ

প্রথমবার টেস্টে নেতৃত্ব দেয়া মিরাজের পাশেই থাকছেন বিসিবি সভাপতি

প্রয়োজনে দেবেন পরামর্শ

অ্যান্টিগা টেস্ট: প্রথম দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৫ উইকেটে ২৫০

অ্যান্টিগায় প্রথম টেস্টে টস হেরে ব্যাটিংয়ে ওয়েস্ট ইন্ডিজ

বাংলাদেশের বিপক্ষে প্রথমে টেস্টের দল ঘোষণা ওয়েস্ট ইন্ডিজের

রাতে শুরু হচ্ছে বাংলাদেশ-উইন্ডিজ টেস্ট সিরিজ

কাল বর্ডার-গাভাস্কার ট্রফিতে মুখোমুখি অস্ট্রেলিয়া-ভারত

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করলো অস্ট্রেলিয়া

বিদায়ী সংবর্ধনায় কায়েসের কণ্ঠে ক্যারিয়ারের আক্ষেপ আর অপূর্ণতার সুর