আমদানি-রপ্তানি
অর্থনীতি
0

স্লট বুকিং বন্ধ করে দেয়ায় আমদানি হচ্ছে না পেঁয়াজ ও আলু

নিজের রাজ্যের উৎপাদিত আলু ও পেঁয়াজ অন্য দেশে সরবরাহ করবে না বলে রপ্তানিতে স্লট বুকিং বন্ধ করে দিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। এতে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আলু ও পেঁয়াজ আমদানি বন্ধ রয়েছে।

আজ (সোমবার, ২৫ নভেম্বর) সকাল থেকে এই বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি হয়নি তবে আগের বুকিং করা দুই ট্রাক আলু আমদানি হয়েছে। প্রতিকেজি আলু ৭০ টাকা দরে বিক্রি হয়েছে বন্দরে। যা একদিনের ব্যবধানে কেজিতে ১০ টাকা বেড়েছে আলুর দাম তবে স্বাভাবিক রয়েছে পেঁয়াজের দাম।

সবশেষ রোববার ১৪ ট্রাকে ৩৯৬ মেট্রিক টন পেঁয়াজ ও ৭২ ট্রাকে দুই হাজার মেট্রিক টন আলু আমদানি হয়েছে এই বন্দর দিয়ে। এরপর রপ্তানিতে স্লট বুকিং বন্ধ করে দেয় দেশটির রাজ্য সরকার।

নাম প্রকাশে অনিচ্ছুক ভারতের একজন রপ্তানিকারক বলেন, 'রাজ্যের বিভিন্ন এলাকায় হঠাৎ করে পেঁয়াজ ও আলুর দাম বেড়ে যাবার কারণে রাজ্য সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে। তবে আমরা বৈঠক করবো সরকারের প্রতিনিধির সাথে যাতে অন্য রাজ্য থেকে হলেও বাংলাদেশে আলু ও পেঁয়াজ রপ্তানি করতে পারি। এছাড়াও আমাদের যেসব গাড়ি লোডিং অবস্থায় রয়েছে সেগুলোর স্লট বুকিং না দিলে আমরা ক্ষতিগ্রস্ত হবো।'

হিলি স্থলবন্দরের আমদানিকারক নুর ইসলাম জানান, ভারত থেকে পণ্য আমদানি করতে পশ্চিমবঙ্গে রাজ্য সরকারের স্লট বুকিং নিতে হয় যা অনলাইন সিস্টেমে। হঠাৎ করে রোববার অনলাইন সিস্টেম বন্ধ করে দিয়েছে বলে জানান ভারতের রপ্তানিকারকরা ফলে স্লট বুকিং দিতে পারছে না তারা যার কারণে পেঁয়াজ ও আলু আমদানিতে শঙ্কা দেখা দিয়েছে। আজ বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি হয়নি তবে আগের বুকিং করা আলু এসেছে দুই ট্রাক। স্লট বুকিং খুলে না দিলে আগামীকাল থেকে আলু ও পেঁয়াজ বন্দর দিয়ে আমদানি হবে না।'

উল্লেখ, স্লট বুকিং বন্ধের ফলে শুধু হিলি স্থলবন্দর নয় পশ্চিমবঙ্গে সঙ্গে যুক্ত সকল স্থলবন্দর দিয়ে এই পণ্য দু'টি আমদানি বন্ধ থাকবে।

এসএস

এই সম্পর্কিত অন্যান্য খবর
হিলি স্থলবন্দর দিয়ে পণ্য রপ্তানি বন্ধ করে দিয়েছে ভারতীয় ব্যবসায়ীরা

বিধানসভার উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের জয়জয়কার

হিলি বন্দরে মোটরসাইকেল পার্টস আমদানি ব্যাহত, ক্ষতির মুখে ব্যবসায়ীরা

চাল রপ্তানি থেকে আগের তুলনায় ৮৬ শতাংশ বেশি আয় ভারতের
চাল রপ্তানি থেকে আগের তুলনায় ৮৬ শতাংশ বেশি আয় ভারতের

তেজগাঁও থেকে মিথ্যা ঘোষণায় আমদানি করা বিএমডব্লিউ জব্দ

বিদ্যুৎ নিয়ে আদানি গ্রুপের সঙ্গে সব চুক্তি বাতিল চেয়ে হাইকোর্টে রিট, রোববার শুনানি

শুল্ক ফাঁকি দিয়ে কসমেটিকস আমদানি, রাজস্ব হারাচ্ছে সরকার

হিলি স্থলবন্দরে বাজার মনিটরিং ও ব্যবসায়ীদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়

ভারতের অভ্যন্তরে জটিলতায় হিলিবন্দর দিয়ে কমছে রপ্তানি

চট্টগ্রাম বন্দরে চুরির এক মাসেও শনাক্ত হয়নি জড়িতরা

অর্থনীতির নানা সূচকে গরমিল: তড়িঘড়ি করে এলডিসি উত্তরণ রাজনৈতিক সিদ্ধান্ত ছিল!

হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আসবে ৯১ হাজার টন চাল