রাজধানীর এক পাঁচ তারকা হোটেলে বিসিবি সভাপতি ফারুক আহমেদের উপস্থিতিতে লোগো উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক কোম্পানির কর্মকর্তাসহ চলচিত্রের তারকারা।
বক্তারা জানান, দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি লিগ বিপিএলে বিদেশি ক্রিকেটারদের আধিপত্যে সুযোগ পায় না স্থানীয় ক্রিকেটাররা। তাদের টি-টোয়েন্টিতে আন্তর্জাতিক মানের তৈরি করতেই বিসিবির এমন আয়োজন।
আট দলের অংশগ্রহণে টুর্নামেন্টের লিগ পর্বের খেলাগুলো হবে সিলেটে। আর প্লে অফের চার ম্যাচসহ ফাইনাল অনুষ্ঠিত হবে ঢাকায়। ১১ ডিসেম্বর শুরু হয়ে এনসিএল টি-টোয়েন্টির এবারের আসরের পর্দা নামবে ২৪ ডিসেম্বর।