এবার আবুধাবিতে চলা টি-১০ লিগ নিয়ে ক্রিকেট দুনিয়া সরগরম। খেলার চেয়ে অনিয়ম নিয়ে বেশি বিতর্ক তৈরি হয়েছে চলতি আসরকে ঘিরে। গেলো ম্যাচে নিউ ইয়র্ক স্ট্রাইকারের মুখোমুখি হয় স্যাম্প আর্মি। সেই ম্যাচে ঘটে অস্বাভাবিক এক ঘটনা।
চতুর্থ ওভারে স্যাম্প আর্মির পক্ষে বল হাতে নেন আমির শাহির হজরত বিলাল। সেই সময় প্রতিপক্ষ নিউ ইয়র্ক সংগ্রহ ৩২ রানে ২ উইকেট। লক্ষ্য ছিল ১৩৬ রানের। ওভারের শুরুটা ভালোই করেন বিলাল।
ওভারের চতুর্থ বলে ঘটান এক অদ্ভুত কাণ্ড। ক্রিজ থেকে প্রায় একফুট বাইরে পা রেখে করেন বল। আর তাতেই নো বলের সংকেত দেন আম্পায়ার। ফ্রি হিটে ছক্কাও মারেন নিউইয়র্কের ডোনোভান ফেরেইরা।
ক্রিকেটে নো বল খুবই স্বাভাবিক ঘটনা। তবে দূরত্বের হিসেবে উঠছে প্রশ্ন। প্রথম তিন বল ঠিক করার পর এতটা বাইরে চলে যাওয়া নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার ঝড়। অনেকেই এটিকে স্পট ফিক্সিং বলে অভিযোগ করছেন।
এদিকে একই আসরে আগের ম্যাচে ঘটে আরেক ঘটনা। নর্দান ওয়ারিয়র্সের বিপক্ষে ম্যাচে বাউন্ডারি লাইনে ফিল্ডিং করছিলেন আবুধাবির হয়ে খেলা রোহান মুস্তফা। ওয়ারিয়র্সের ব্যাটার ওয়াসিম মুহাম্মদ তার দিকেই শট খেলেন।
রেহানের দিকে বল এগিয়ে এলেও তিনি ব্যস্ত ছিলেন জার্সি পরিবর্তনে। সেই অবস্থাতেই দৌঁড়ে বল ধরার চেষ্টা করলেও ততক্ষণে তা বাউন্ডারি স্পর্শ করে।
গেল আসরেও আবুধাবি টি১০ লিগে ফিক্সিং, বেটিংসহ দুর্নীতির বেশ কিছু অভিযোগ পায় ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল-আইসিসি।