ঘণ্টায় ১১০ কিলোমিটার গতিতে যুক্তরাষ্ট্রের উত্তর-পশ্চিম উপকূলে আছড়ে পড়ে বোম্ব সাইক্লোন। প্রশান্ত মহাসাগরের উপকূলের বেশ কয়েকটি রাজ্যের ৭০ লাখের বেশি বাসিন্দা ঝড়ের কবলে পড়েছে। ঝড়ের প্রভাবে দেখা দিয়েছে প্রবল বাতাস, বন্যা, ভূমিধস ও তুষারপাত।
সিয়াটল ও ওয়াশিংটনে প্রচণ্ড বাতাসে গাছ ভেঙে চাপা পড়ে দুই নারী মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও দুইজন। ভেঙে গেছে রাস্তাঘাট ও বেশকিছু অবকাঠামো। ওয়াশিংটনের পশ্চিমাঞ্চলে দুইদিনের জন্য সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়েছে। ঝড়ো হাওয়ায় উপড়ে গেছে বিদ্যুতের লাইন।
স্থানীয় একজন বলেন, ‘রাতে হুট করেই বিদ্যুৎ বিভ্রাট শুরু হয়। সারারাত অন্ধকারে থাকতে হয়েছে। সারারাত ঘুমাতে পারিনি।’
ওয়াশিংটন, দক্ষিণ-পশ্চিম ওরেগন ও উত্তর ক্যালিফোর্নিয়ায় সাত লাখের বেশি ব্যবসা প্রতিষ্ঠান ও ঘরবাড়ি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে আছে। এদিকে সাইক্লোন বোম্বের প্রভাবে সান ফ্রান্সিসকোসহ বেশ কয়েকটি শহরে অব্যাহত আছে বৃষ্টি। গাছ কেটে এবং বিদ্যুতের খুঁটি সরিয়ে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করার চেষ্টা করছেন উদ্ধারকর্মীরা।
২৪ ঘণ্টার মধ্যে বায়ুর চাপ দ্রুত নেমে যাওয়ার ঘটনাকে বোম্ব সাইক্লোন নাম দিয়েছেন আবহাওয়াবিদরা। এর প্রভাবে তুষারঝড় থেকে শুরু করে বজ্রসহ ভারি বৃষ্টিপাত হয়।