আজ (বৃধবার, ২০ নভেম্বর) চট্টগ্রাম আদালতে জিএমজি এয়ারলাইন্সের শেয়ার বিক্রির কথা বলে ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে এ মামলা দায়ের করেন ব্যবসায়ী মাহবুব রানা।
মামলায় উল্লেখ করেন, ২০১০ সালে তিনি জিএমজি এয়ারলাইন্সের ২৫ লাখ টাকার প্লেসমেন্ট শেয়ার কিনেন। নগরীর স্টেশন রোডে একটি ব্যাংক থেকে এ টাকা সালমান এফ রহমানের প্রতিষ্ঠানকে প্রদান করেন তিনি। কিন্তু পরবর্তীতে বাজারে জিএমজি এয়ারলাইন্স আইপিও শেয়ার না দিয়ে তার মতো অনেকের কাছ থেকে শত শত কোটি টাকা আত্মসাৎ করে।
দীর্ঘ ১২ বছর ধরে বারবার টাকা চাওয়া হলেও তারা নানা অজুহাতে টাকা ফেরত দেননি আসামীরা। এক সময় আসামিরা হত্যার হুমকিও দেন বলে মামলায় অভিযোগ করেন বাদী।
মামলার বাদী মাহবুব রানা একজন সবজি রপ্তানিকারক। ২০১০ সালে জিএমজি এয়ারলাইন্সের এ শেয়ার কেলেঙ্কারি দেশব্যাপী বেশ আলোচিত হয়।