প্রযুক্তি সংবাদ
তথ্য-প্রযুক্তি
0

ট্রাম্পের উপস্থিতিতে স্টারশিপ রকেটের পরীক্ষামূলক উৎক্ষেপণ

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে পরবর্তী প্রজন্মের স্টারশিপ রকেট পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে মহাকাশ সংস্থা স্পেস এক্স।

এ সময় সঙ্গে ছিলেন মার্কিন প্রযুক্তি উদ্যোক্তা ও ধনকুবের ইলন মাস্ক। মহাকাশ সংস্থাটির টেক্সাসের ব্রাউনসভিলের বোকা চিকা লঞ্চপ্যাড থেকে রকেটটি উৎক্ষেপণ করা হয়। 

স্পেস এক্সের এটি ষষ্ঠ স্টারশিপ রকেটের পরীক্ষামূলক উৎক্ষেপণ। এই স্টারশিপ মহাকাশে যাওয়ার পর আবার পৃথিবীতে ফিরে আসবে। 

এর আগে পঞ্চম দফার পরীক্ষার সময় প্রথমবার এ সাফল্য পেয়েছিল স্পেস এক্স। ইলন মাস্ক জানান, তাদের রকেটে করে একদিন মঙ্গলগ্রহ ও চাঁদে পাঠানো হবে নভোচারী।

ইএ