ক্রিকেট
এখন মাঠে
0

দেশীয় ক্রিকেটারদের প্রস্তুত করতেই জাতীয় লিগে টি-টোয়েন্টির আসর: নান্নু

বিসিবির তত্ত্বাবধানে ডিসেম্বরের ১১ তারিখ থেকে প্রথমবারের মতো শুরু হবে জাতীয় লিগের টি-টোয়েন্টি আসর। ক্রিকেট বোর্ডের প্রধান কো অর্ডিনেটর মিনহাজুল আবেদীন নান্নু জানান, বিপিএলের বাইরে দেশীয় ক্রিকেটারদের টি-টোয়েন্টি ফরম্যাটে প্রস্তুত করতেই বিসিবির এই আয়োজন। আর এই আসর দিয়ে মাঠে ফিরবেন তামিম ইকবাল।

সাদা পোশাকের জাতীয় লিগ দেশের একমাত্র টেস্ট ক্রিকেটের প্রস্তুতির মঞ্চ। চারদিনের এই আসরে অংশ নেয় ৭ বিভাসহ ৮টি দল।

এবার চারদিনের ক্রিকেটের বাইরে বিসিবির তত্ত্বাবধানে আয়োজন হবে জাতীয় লিগের টি-টোয়েন্টি আসর। এ বছরের বিপিএল শুরু হবে ৩০ ডিসেম্বর, তার আগে একই মাসের ১১ তারিখ থেকে শুরু হবে এনসিএল টি-টোয়েন্টি।

বিপিএলে থাকে বিদেশি ক্রিকেটারদের আধিপত্য। সুযোগ পায়না দেশি ক্রিকেটার, এমন একটা ধারণা থেকেই বিসিবির এমন আয়োজন বললেন প্রধান কো অর্ডিনেটর মিনহাজুল আবেদিন নান্নু।

তিনি বলেন, ‘এটা সিলেটের পর্বটা শুরু হবে। আমরা চেষ্টা করছি সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ দুটি ঢাকায় বা চিটাগংয়ে আয়োজনের জন্য। এখানে আমাদের স্থানীয় খেলোয়াড়রা বেশি সুবিধা পাবে। কারণ বিপিএলে বিদেশি খেলোয়াড়রা থাকে। তারা গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে খেলে। সেই সুযোগটা এখন স্থানীয় খেলোয়াড়দের জন্য তৈরি হয়েছে।’

২০ ওভারের এনসিএলের আসর দিয়ে আবারো মাঠে ফিরবে তামিম ইকবাল। এমন রব উঠছে কিছুদিন আগে থেকেই। জানা যায় ৩ ম্যাচ খেলবেন জাতীয় দলের এই ওপেনার।

মিনহাজুল আবেদিন নান্নু বলেন, ‘অনেকদিন ধরেই তামিম আন্তর্জাতিক ক্রিকেটে নেই। এনসিএলের যে টি-টোয়েন্টি হচ্ছে ওখানে কিছু ম্যাচ খেলবে ও। ওর মত অভিজ্ঞ প্লেয়ার দলে থাকা মানে ভালো দিক। সেক্ষেত্রে ও নিজেকে প্রস্তুত করুক। এরপর নির্বাচকরা এটা নিয়ে আগাবে।’

দেশের ক্রিকেটে সংক্ষিপ্ত ফরম্যাটে নেই তেমন কোনো সাফল্য। তবে এবার লোকাল ক্রিকেটারদের টি-টোয়েন্টির মানসিকতা তৈরিতে এমন আয়োজন কতটুকু ফলাফল নিয়ে আসে সেটাই এবার দেখার পালা।

এএইচ