ফুটবল
এখন মাঠে
0

স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টু মারা গেছেন

স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টু মারা গেছেন। আজ (সোমবার, ১৮ নভেম্বর) সকালে রাজধানীর এক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই কৃতী ফুটবলার।

৮১ বছর বয়স্ক পিন্টু বার্ধ্যক্য জনিত নানান রোগে ভুগছিলেন। ১৯৭৩ সালে মালয়েশিয়ায় মারদেকা কাপে অধিনায়ক ছিলেন তিনি। ষাট-সত্তরের দশকে মোহামেডানের অধিনায়ক ছিলেন তিনি।

নানা বৈষম্যের মাঝেও পাকিস্তান ফুটবল দলে খেলেছেন তিনি। স্বাধীনতা উত্তর প্রথম বাংলাদেশ অধিনায়ক ছিলেন তিনি।

খেলা ছাড়ার পর মোহামেডান ক্লাব ও ফেডারেশনের নানা পদে দায়িত্ব পালন করেছেন তিনি। জাতীয় ক্রীড়া পরিষদে কর্মকর্তা হিসেবেও কাজ করেছেন এই কিংবদন্তী।

এর আগে গতকাল (রোববার, ১৭ নভেম্বর) বাসায় আকস্মিকভাবে পড়ে যাওয়ায় দ্রুত হাসপাতালে ভর্তি করানো হয় তাকে।

এসএস

এই সম্পর্কিত অন্যান্য খবর