আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায় আছেন ৫৭৪ জন ক্রিকেটার। যেখানে তারুণ্য ও অভিজ্ঞতার সমাহার। ১৩ থেকে শুরু করে চল্লিশোর্ধ্ব ক্রিকেটার আছেন তালিকায়।
নিলামে সর্বোচ্চ ৮১ ক্রিকেটারের দুই কোটি রুপি ভিত্তিমূল্য ধরা হয়েছে । এ ছাড়া বাকি ক্রিকেটাররা আছেন ভিন্ন সাত ক্যাটাগরিতে। সর্বনিম্ন ভিত্তিমূল্য ৩০ লাখ রুপি। তালিকায় বিদেশি ক্রিকেটার রয়েছেন ২০৮ জন। এর মধ্যে বাংলাদেশের ক্রিকেটার রয়েছেন ১২ জন।
১০ বছর টি-টোয়েন্টি ফরম্যাটে না খেলা ইংল্যান্ড পেসার জেমস অ্যান্ডারসন প্রথমবার নাম দিয়েছেন নিলামে। নাম জমা দেয়া সবচেয়ে বেশি বয়সী ক্রিকেটার তিনি। এছাড়া ৪০ এর বেশি বয়সী ক্রিকেটার আছেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ফাফ ডু প্লেসি, ইংল্যান্ডের জেমি ওভারটন, আফগানিস্তানের মোহাম্মদ নবি, ৩৮ বছরের ডেভিড ওয়ার্নার ও রবি আশ্বিন।
আইপিএলে গত ১৬ বছরের নিলাম সর্বকনিষ্ঠ ক্রিকেটারও নাম জমা দিয়েছে এবার। দল পাওয়ার আগেই ইতোমধ্যে ইতিহাস গড়েছেন বৈভব সূর্যবংশী। মাত্র ১৩ বছর ২৩৪ দিন বয়সে নিবন্ধিত হলেন আইপিএল নিলামের জন্য। আছেন ১৭ বছরের আয়ুস মহাত্রে। এছাড়া ১৮ বছর বয়সী আরও দুই ক্রিকেটার আন্দ্রে সিদ্বার্থ ও কেনা মাফাখা।
নিলামের চূড়ান্ত বাংলাদেশের ১২ জন ক্রিকেটারদের মাঝে তিনজনের আইপিএল খেলার অভিজ্ঞতা রয়েছে। দল পেলে বাকি নয়জন প্রথম বার আইপিএল খেলার সুযোগ পাবেন।
সাকিব ২০১১ থেকে ২০১৭ পর্যন্ত আইপিএল খেলেছেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে। দু'বছর সানরাইজার্স হায়দরাবাদের হয়েও খেলেছেন তিনি। ২০১৬ সাল থেকে নিয়মিত আইপিএল খেলছেন মুস্তাফিজুর রহমান। ২০২৩ মৌসুমে কলকাতার হয়ে একটি ম্যাচ খেলেছিলেন লিটন দাস।
ন্যূনতম দামের নিরিখে বাংলাদেশের মুস্তাফিজুর নিজের ন্যূনতম দাম রেখেছেন ২ কোটি টাকা। সাকিব, লিটন এবং মেহেদির ন্যূনতম দাম এক কোটি টাকা। বাকিদের ন্যূনতম দাম ৭৫ লাখ টাকা।
১০টি দল সব মিলিয়ে সর্বোচ্চ ২০৪ জন ক্রিকেটারকে কিনতে পারবে। সর্বোচ্চ ৭০ জন বিদেশি ক্রিকেটার সুযোগ পাবেন।