বিলের কপি ছিড়ে ঐতিহ্যবাহী হাকা নাচের মাধ্যমে প্রতিবাদ জানান মাওরি আইনপ্রণেতারা। ১৮৪০ সালে ওয়াইতাঙ্গি চুক্তির আওতায় ব্রিটিশদের সঙ্গে সন্ধি স্থাপন করে মৌলিক কয়েকটি অধিকার পায় স্থানীয় মাওরি জনগোষ্ঠী। নতুন বিলটি পাস হলে এই অধিকারগুলো ভোগ করতে পারবে শুধু নিউজিল্যান্ডার্সরা।
অধিকার রক্ষার আন্দোলন হিসেবে ৯ দিন ব্যাপী পদযাত্রায় রাজধানী ওয়েলিংটনের পথে ১০ হাজারের বেশি মানুষ। বর্তমানে নিউজিল্যান্ডের জনসংখ্যার ২০ শতাংশই ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিত্বকারী।