রমরমা অবস্থা ডিজিটাল মুদ্রা বিটকয়েনের। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়ের প্রভাব পড়েছে বিশ্ব বাজারে। যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারে তেজিভাবের পাশাপাশি বিশ্বের বিভিন্ন ক্রিপ্টোকারেন্সির দর রোজই ছুটছে উল্কার গতিতে।
কয়েন মেট্রিকসের বরাত দিয়ে সিএনবিসি'র প্রতিবেদনে বলা হয়, সোমবার (১১ নভেম্বর) ১২ শতাংশের বেশি বেড়ে একেকটি বিটকয়েনের মূল্য দাঁড়ায় ৮৯ হাজার ১৭৪ ডলার। ঊর্ধ্বগতি বজায় থাকলে বছরের শেষে বিটকয়েনের মূল্য এক লাখ ডলার ছাড়িয়ে যেতে পারে বলে আশা জোরালো হচ্ছে।
হিসেব বলছে গেল ৫ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের পর বিটকয়েনের দাম বেড়েছে ৩০ শতাংশেরও বেশি বেড়েছে। বাজার বিশ্লেষকরা বলছেন, ক্রিপ্টোকারেন্সি নিয়ে ট্রাম্পের উদার মনোভাবেই বাড়ছে বিটকয়েনের দর। বিটওয়াইজ অ্যাসেট ম্যানেজমেন্টের প্রধান বিনিয়োগ কর্মকর্তা ম্যাট হগানের মতে, মূল্যবৃদ্ধির দৌঁড়ে আগামী বছরও এগিয়ে থাকবে বিটকয়েন। উর্ধ্বগতি বজায় থাকলে বিটকয়েনের মূল্য ছাড়িয়ে যেতে পারে এক থেকে অন্তত দুই লাখ ডলার। ট্রাম্প প্রশাসন ক্রিপ্টো বান্ধব হলেও বাজার সর্ম্পকে ধারণা নিয়ে এতে বিনিয়োগের পরামর্শ বিশ্লেষকদের।
বিটওয়াইজ অ্যাসেট ম্যানেজমেন্টের প্রধান বিনিয়োগ কর্মকর্তা ম্যাট হগান বলেন, 'ক্রিপ্টো বর্তমানে সোনালি যুগ পর করছে। অবশ্যই এর কোনো গ্যারান্টি নেই। গত বছরে যদিও এর বাজার তেমন ভালো ছিল না। বর্তমানে এর বাজার ১৮০ ডিগ্রি ঘুরে গেছে। বাজারে এখন ইতিবাচক পরিবেশ বজায় রয়েছে। ট্রাম্পের অর্থনীতি আগামীতে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং ক্রিপ্টোর বাজার আরও উপরে উঠবে।'
যুক্তরাষ্ট্রে ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়ের পর থেকেই ঊর্ধ্বমুখী ক্রিপ্টোবাজার। ভোটের আগে নির্বাচনী প্রচারে ক্রিপ্টো খাতকে চাঙ্গা করার পাশাপাশি যুক্তরাষ্ট্রকে বিশ্বের ক্রিপ্টো রাজধানীতে পরিণত করার আশ্বাস দিয়েছিলেন ট্রাম্প।
তার জয়ের প্রভাব শুধু বিটকয়েনে নয়, পড়েছে পুরো ক্রিপ্টোবাজারে। গেলো সপ্তাহে ৩০ শতাংশ দরবৃদ্ধির পর আবারও সাত শতাংশের বেশি বেড়ে দ্বিতীয় শীর্ষ ক্রিপ্টোমুদ্রা ইথারের বিনিময়মূল্য প্রায় তিন হাজার ৪০০ ডলার। পাঁচ থেকে ২৬ শতাংশ পর্যন্ত বেড়েছে কার্ডানো, ডোজকয়েন, কয়েনবেজ, মাইক্রোস্ট্র্যাটেজি ইত্যাদির দাম।
এদিকে মূল্যবৃদ্ধির দৌঁড়ে বিটকয়েন পাল্লা দিচ্ছে ইলন মাস্কের টেসলার সঙ্গে। ট্রাম্পের জয়ের পর থেকে ইলন মাস্কের টেসলার শেয়ারের দাম বেড়েছে প্রায় ৪০ শতাংশ। বিনিয়োগকারীরা মনে করেছেন, ট্রাম্পের বন্ধু এবং যেসব বিষয়ে তার আগ্রহ আছে, তার শাসনামলে ফুলে ফেঁপে উঠবে সেসব কোম্পানির শেয়ার দরও।
কেবল বিটকয়েনই নয়, ছোটখাটো ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ করে এরইমধ্যে পকেট ভরেছে ব্যবসায়ীদের। গেলো সপ্তাহে ২৯ শতাংশ দরবৃদ্ধির পর আবারও সাত শতাংশের বেশি বেড়ে দ্বিতীয় শীর্ষ ক্রিপ্টোমুদ্রা ইথারের দাম ছাড়িয়েছে তিন হাজার ৪০০ ডলার। পাঁচ থেকে ২৬ শতাংশ পর্যন্ত বেড়েছে কার্ডানো, ডোজকয়েন, কয়েনবেজের দাম। এরইমধ্যে বিটকয়েন কিনতে ২০০ কোটি ডলার বিনিয়োগ করেছে সফটওয়্যার কোম্পানি ও বিটকয়েনে বিনিয়োগকারী মাইক্রোস্ট্র্যাটেজি।