ক্রিকেট
এখন মাঠে
0

শততম ওয়ানডেতে নেতৃত্বের পাশাপাশি মিরাজের রেকর্ড

নিজের শততম ওয়ানডে ম্যাচ খেলতে নামা মেহেদী হাসান মিরাজ প্রথমবার বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন আফগানিস্তানের বিপক্ষে। সিরিজ নির্ধারণী ম্যাচটি হারলেও বেশ কিছু রেকর্ড গড়েছেন এই অলরাউন্ডার।

বাংলাদেশের পঞ্চম ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে অধিনায়কত্ব অভিষেকে ফিফটি পেয়েছেন মিরাজ। আর রানের হিসাবে তার ৬৬ রানের ইনিংসটি তৃতীয়।

এছাড়া দেশের হয়ে শততম ম্যাচে মুশফিকুর রহিম ও হাবিবুল বাশারের পর তৃতীয় ব্যাটার হিসেবে ফিফটি করেছেন মিরাজ। যদিও অস্বস্তিকর রেকর্ডেও নাম উঠেছে মিরাজের। ১০৬ বলে করা ফিফটি গেল ১৯ বছরে ওয়ানডেতে বাংলাদেশি কোনো ব্যাটারের সবচেয়ে ধীরগতির।

২০০৫ সালে হেডিংলিতে ইংল্যান্ডের বিপক্ষে দেশের হয়ে সবচেয়ে মন্থর ফিফটি জাভেদ ওমর বেলিম করেছিলেন ১১৩ বলে।

এএম