নারী বিশ্বকাপে সেরা একাদশ ঘোষণা করলো উইজডেন

নারী বিশ্বকাপের ট্রপি
নারী বিশ্বকাপের ট্রপি | ছবি: সংগৃহীত
0

২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপে সেরা একাদশ ঘোষণা করেছে উইজডেন। এ দলে দাপটের সঙ্গে জায়গা করে নিয়েছেন দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং ভারতের খেলোয়াড়রা।

একাদশে ওপেনার হিসেবে আছেন স্মৃতি মান্দানা। পুরো বিশ্বকাপে ৫৪ গড়ে একটি সেঞ্চুরি ও দুটি হাফ সেঞ্চুরিতে করেছেন ৪৩৪ রান। ওপেনিংয়ে তার সঙ্গী দক্ষিণ আফ্রিকার অধিনায়ক লরা উলভার্ট। প্রায় ৭২ গড়ে ২ সেঞ্চুরি ও তিনটি হাফ সেঞ্চুরিতে করেছেন ৫৭১ রান।

আরও পড়ুন:

এরপরেই আছেন জেমিমা রড্রিগেজ ও ন্যাট সিভার ব্র্যান্ট। ৫৮ গড়ে জেমিমার রান ২৯২ অন্যদিকে ৪৩ গড়ে ২৬২ রান করেছেন ইংলিশ অধিনায়ক ব্রান্ট। মিডল অর্ডারে আছেন প্রোটিয়া অলরাউন্ডার মারিজানে কাপ ও অজি অলরাউন্ডার অ্যাশলি গার্ণার। ৯ ম্যাচে ২০৮ রানের পাশাপাশি ১২ উইকেট নিয়েছেন কাপ অন্যদিকে ২টি সেঞ্চুরি ও একটি হাফ সেঞ্চুরিতে ৩২৮ রান ও ৭ উইকেট গার্নারের।

দলে থাকা এনাবেল সারদারল্যান্ডের ঝুলিতে আছে ১১৭ রান ও ১৭ উইকেট। উইকেটকিপার হিসেবে আছেন রিচা ঘোষ। বোলারদের মধ্যে জায়গা পেয়েছেন নাদিন ডে ক্লার্ক, সোফি একলেস্টন ও টুর্নামেন্ট সর্বোচ্চ ২২ উইকেট নেওয়া দিপ্তি শর্মা।

এফএস