ক্রিকেট
এখন মাঠে
0

১০০ ছক্কা হাঁকানোর কীর্তি গড়লেন হ্যানরিখ ক্লাসেন

চতুর্থ ক্রিকেটার হিসেবে এক পঞ্জিকাবর্ষে ১০০ ছক্কা হাঁকানোর কীর্তি গড়েছেন দক্ষিণ আফ্রিকান ব্যাটার হ্যানরিখ ক্লাসেন। ভারতের বিপক্ষে ৬১ রানের বড় ব্যবধানে হারের ম্যাচে একটিই ছক্কা হাঁকান এই ব্যাটার। ৪৯ ইনিংসেই রেকর্ডবুকে ঢুকলেন এই প্রোটিয়া ডানহাতি।

এর আগে, এই কীর্তি ছিল শুধু ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল, আন্দ্রে রাসেল ও নিকোলাস পুরানের দখলে।

এক পঞ্জিকাবর্ষে গেইল ১০০ ছক্কা মেরেছেন ৬ বার, যার প্রথমটি ২০১১ সালে। বাকিরা সবাই ১ বার করে গড়েছেন এই কীর্তি।

গেইলের পর এ তালিকায় নাম লেখান আন্দ্রে রাসেল। তালিকায় পরের নামটি নিকোলাস পুরানের। তবে এই জুটি ছাড়িয়ে গেছেন সবাইকে।

চলতি বছর এখন পর্যন্ত ১৬৫টি ছক্কা মেরেছেন পুরান। যা এক বর্ষপঞ্জিকায় সর্বোচ্চ ছক্কার রেকর্ড।

ইএ