এর আগে, এই কীর্তি ছিল শুধু ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল, আন্দ্রে রাসেল ও নিকোলাস পুরানের দখলে।
এক পঞ্জিকাবর্ষে গেইল ১০০ ছক্কা মেরেছেন ৬ বার, যার প্রথমটি ২০১১ সালে। বাকিরা সবাই ১ বার করে গড়েছেন এই কীর্তি।
গেইলের পর এ তালিকায় নাম লেখান আন্দ্রে রাসেল। তালিকায় পরের নামটি নিকোলাস পুরানের। তবে এই জুটি ছাড়িয়ে গেছেন সবাইকে।
চলতি বছর এখন পর্যন্ত ১৬৫টি ছক্কা মেরেছেন পুরান। যা এক বর্ষপঞ্জিকায় সর্বোচ্চ ছক্কার রেকর্ড।