ফুটবল
এখন মাঠে
0

উয়েফায় জয়ে ফিরল বায়ার্ন-বার্সেলোনা ও ইন্টার মিলান

উয়েফা চ্যাম্পিয়নস লিগে চতুর্থ ম্যাচ ডেতে পৃথক খেলায় জয় পেয়েছে বায়ার্ন মিউনিখ, বার্সেলোনা ও ইন্টার মিলান।

বেনফিকার মাঠে কষ্টার্জিত জয় পেয়েছে বায়ার্ন মিউনিখ। বেনফিকার ঘরের মাঠেও একের পর এক আক্রমণে তাদেরকে তটস্থ রাখে বায়ার্ন। তবে প্রথমার্ধে গোলের দেখা মেলেনি। অবশেষে দ্বিতীয়ার্ধের ৬৪ মিনিটে জামাল মুসিয়ালার গোলে স্বস্তির জয় পায় বায়ার্ন মিউনিখ।

অন্যদিকে হান্সি ফ্লিকের বার্সেলোনা অপ্রতিরোধ্য। লা লিগায় রিয়ালকে বড় ব্যবধানে হারানোর পর জয়ের ধারা ধরে রেখেছে বেলগ্রেডের বিপক্ষেও।

রেডস্টার বেলগ্রেডকে ৫-২ গোলে হারিয়েছে ইয়ামাল- রাফিনহারা। আর আর্সেনালকে ১-০ গোলে হারিয়ে পয়েন্টস টেবিলের পাঁচ নম্বরে উঠে এসেছে ইতালিয়ান ক্লাব ইন্টার মিলান।

এএম