দেশে এখন
0

বিচার বিভাগ সংস্কারে বাংলাদেশকে সহযোগিতা করবে যুক্তরাজ্য: ব্রিটিশ হাইকমিশনার

বিচার বিভাগ সংস্কারে বাংলাদেশকে সহযোগিতা করবে যুক্তরাজ্য বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সুপ্রিম কোর্টে বৈঠক শেষে এ কথা জানান ব্রিটিশ হাইকমিশনার।

আজ (বৃহস্পতিবার,৭ নভেম্বর) সকালে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সাক্ষাৎ করেন ব্রিটিশ হাইকমিশনার। প্রায় পৌনে এক ঘণ্টা চলে বৈঠকটি।

এ সময়ে সারাহ কুক বিচার বিভাগ সংস্কারে যুক্তরাজ্যের সহযোগিতা এবং বিচার বিভাগের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বৈঠকের পরে সাংবাদিকদের সারাহ কুক বলেন,‘বাংলাদেশের বিচার বিভাগ সংস্কারে নিবিড়ভাবে কাজ করতে চায় যুক্তরাজ্য। এ নিয়ে প্রধান বিচারপতির সঙ্গে আমাদের ফলপ্রসূ আলোচনা হয়েছে।’

এএম

এই সম্পর্কিত অন্যান্য খবর