দেশে এখন
0

মধ্যরাতে রাজধানীর সড়কে যৌথ বাহিনীর অভিযান

রাজধানীর মহাসড়কে অবৈধ অস্ত্র, মাদক বহন ঠেকানো ও যানবাহনের গতিবিধি পর্যবেক্ষণে সোমবার (৪ নভেম্বর) রাতে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায় সেনাবাহিনী।

এসময় লাইসেন্স না থাকাসহ ট্রাফিক আইনভেঙ্গের কারণে বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ ও জরিমানা করা হয়।

রাজধানীর মোহাম্মদপুর, শ্যামলী, সায়েন্সল্যাব ও কামরাঙ্গীরচর এলাকার প্রধান সড়কে এ তল্লাশি চলে।

সন্দেহভাজন কাউকে দেখলেই গাড়ি থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। লাইসেন্স না থাকা, উল্টোপথে চলাচল, হেলমেটবিহীন গাড়ি চালানোয় একাধিক ব্যক্তিকে জরিমানা করা হয়।

জরিমানার আওতায় আসা ব্যক্তিরা নিজেদের দোষ স্বীকার করে ভবিষ্যতে ট্রাফিক আইন মেনে চলার অঙ্গীকার করেন।

এসময় সেনাবাহিনীর কর্মকর্তারা বলেন, সড়কে ক্রমাগত তল্লাশির কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে উন্নতি হয়েছে।

ইএ