পুঁজিবাজার
অর্থনীতি
0

'পুঁজিবাজারে আইপিও, ফান্ড-বন্ড সম্পর্কিত কাজে সংস্কারের দরকার'

পুঁজিবাজারে প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও), ফান্ড ও বন্ড সম্পর্কিত কাজে কিছু সংস্কারের দরকার আছে বলে মন্তব্য করেছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান মমিনুল ইসলাম। এ সংক্রান্ত সংস্কারে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও সরকারের সঙ্গে কাজ করার চেষ্টা করা হবে বলেও জানান তিনি।

আজ (শনিবার, ২ নভেম্বর) ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন আয়োজিত পুঁজিবাজারের বর্তমান অবস্থান এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মমিনুল ইসলাম বলেন, 'ডিএসইর হিউম্যান রিসোর্স, টেকনিক্যাল দক্ষতা বাড়াতে হবে। কিছু জায়গায় স্বচ্ছতার অভাব আছে। এসব জায়গায় স্বচ্ছতা ফেরাতে কাজ করা হবে।'

পুঁজিবাজারের কোথায় কোথায় সংস্কার প্রয়োজন তা আজকের আলোচনায় উঠে আসে।

ডিএসই চেয়ারম্যান বলেন, 'পুঁজিবাজারকে বিচ্ছিন্ন দ্বীপ হিসেবে দেখার সুযোগ নেই। পুঁজিবাজার মুদ্রাবাজার অর্থনীতির সুন্দরতম সৃষ্টি। তবে সেটাকে অসৃষ্টিতে তৈরি রূপান্তরিত করা হয়েছে। যা সামগ্রিক, অর্থনীতি এবং রাজনীতির একটা প্রতিচ্ছবি। দেশের মাঝে দুর্নীতি, বিচারহীনতা, অদক্ষতা এবং ভুল সিদ্ধান্তের বিষয়গুলো পুঁজিবাজারে আছে। সেটারই ফলাফল আজকের এই পরিস্থিতি।'

এসএস