প্রাথমিকভাবে নিহতের পরিবার পাঁচ লাখ ও আহতের পরিবার এক লাখ টাকা করে সহায়তা পাবে। একইসাথে আহতদের মধ্যে যারা কাজ করতে অক্ষম তাদের সারাজীবন ধরে সহায়তার আশ্বাস দিয়েছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন।
জুলাই স্মৃতি ফাউন্ডেশনের তথ্য বলছে, গণঅভ্যুত্থানে প্রায় এক হাজার ৬০০ নিহত ও ২৪ হাজার ছাত্র-জনতা আহত হয়েছে। সেই আহত ও নিহতের পরিবারকে সহায়তা দেয়ার কার্যক্রম শুরু করেছে ফাউন্ডেশনটি। এরই ধারাবাহিকতায় প্রথম ধাপে রাজধানীর ২০০ শহীদ পরিবারকে সহায়তা দেয়া হবে। এরপর প্রতিটি বিভাগে পৃথকভাবে এই আয়োজন করা হবে।
শুক্রবার বেলা ১১টার দিকে ব্রিফিংয়ে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম এই ঘোষণা দেন। এসময় তিনি জুলাই আন্দোলনে আহতের পরিবারকে প্রাথমিকভাবে এক লাখ এবং নিহতদের পরিবারকে পাঁচ লাখ টাকা করে আর্থিক সহায়তা দেয়ার কথা জানান।
সারজিস আলম বলেন, 'জুলাই স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে আমাদের যে আর্থিক সহযোগিতা করা হবে প্রাথমিকভাবে প্রতি পরিবারকে পাঁচ লাখ করে টাকা, সেটি আসলে বাংলাদেশের মানুষের টাকা।'
এদিকে আন্দোলনে আহতদের মধ্যে যারা কাজ করতে অক্ষম তাদের আজীবন সহায়তার আশ্বাস দেয়া হয়েছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে।
সারজিস আলম বলেন, 'যারা আর কর্মক্ষম হতে পারবে না বা কাজে ফিরতে পারবে না তাদেরকে দীর্ঘমেয়াদে পুরো সময়জুড়ে উপযুক্ত একটা সম্মানী তাদের দেয়া যায় কি না। সেটিও আমাদের পরিকল্পনাধীন রয়েছে।'
গত ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর আন্দোলনে আহত ও নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা দেয়ার কথা ঘোষণা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ। সেই প্রতিশ্রুতিরই বাস্তবায়ন শুরু করতে যাচ্ছেন তারা।