রেকর্ড গড়া সেঞ্চুরিতে স্বমহিমায় পুরোনো রূপে লিটন। মাঠে জ্বলেছেন সুপ্ত আগ্নেয়গিরির মত; বাইশ গজে চাল চলনে ছিলেন নীরব সাগর, তবে রাজশাহীর বোলারদের বিপক্ষে ব্যাটটা চালিয়েছেন নির্মম ভাবে? লিটনের কাছে প্রশ্ন ছিল.তবে কি চ্যাম্পিয়ন্স ট্রফির দলে না থাকার ক্ষোভটা ব্যাট হাতেই ঝেড়েছেন?
ঢাকা ক্যাপিটালসের ওপেনার লিটস কুমার দাস বলেন, ‘চ্যাম্পিয়ন্স ট্রফির কথা যদি বলেন এটা আমার হাতে নেই। এটা সিলেক্টরদের সম্পূর্ণ কল। শুধু আমি না, কাকে খেলানো হবে আর কাকে খেলানো হবে না এটা সম্পূর্ণ তাদের কল। আমার কাজ হচ্ছে এখানে পারফর্ম করা। যেটা এতদিন করতে পারছিলাম না সেটার জন্য আপসেট ছিলাম।’
লিটনের ব্যাট হাসলে হাসে বাংলাদেশ! তবে লম্বা সময় লিটনের ব্যাটে ছিলো না রানের দেখা.। কিন্তু কেন কি কারণে রানের দেখা নেই?
লিটন বলেন, ‘নিজের কাছেই একটা বড় প্রশ্ন থাকে আমি ভালো ক্রিকেট খেলছি কি না। আমার কাছে মনে হয়েছে আমার ক্রিকেট ইমপ্রুভ করা দরকার। আমার ক্রিকেট ইমপ্রুভ করলে পারফর্ম করতে পারলে মানুষ আমাকে ভালোবাসবে।’
হঠাৎ করে ফর্ম ফিরে পাননি লিটন। সমালোচনার আড়ালে নিজের দুর্বলতা খুঁজে বের করতে কাজ করে গেছেন। করেছেন কঠোর পরিশ্রম।
আর সেখানে পরিবারের মানসিক সমর্থনের পাশাপাশি লিটনকে অনুশীলনে টেকনিক্যালি হেল্প করেছেন দীর্ঘদিন এলকেডির সাথে কাজ করা টিম বয় শাহীন।
এ বিষয়ে লিটন বলেন, ‘শাহীনের কথা যদি বলি সে দীর্ঘদিন ধরে আমাদের সাথে টিমে হেল্পিং হ্যান্ড হিসেবে কাজ করছে। গত তিন বা চার বছর সে কুমিল্লার সাথে ছিল। সে আমার খেলাও দেখেছে। জিনিসটা এমন না যে বয় দেখে সে খেলা বুঝবে না। যারা প্র্যাকটিস করায় তারাও ছোট ছোট তথ্য দিতে পারে। আমার কাছে মনে হয়েছে ওর অতটুকু সক্ষমতা আছে কোনো ব্যাটসম্যানের কোথায় ভুল হচ্ছে সেটা ধরে দেয়া ।
খুব সহজ ভঙ্গিতে কথাগুলো বললেও, লিটন জানেন ফিরতে হলে ধারাবাহিক পারফর্ম করার বিকল্প নেই।