ক্রিকেট
এখন মাঠে
0

দ্বিতীয় টেস্টে ৫৩৭ রানে পিছিয়ে বাংলাদেশ

চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন শেষে দক্ষিণ আফ্রিকার চেয়ে ৫৩৭ রানে পিছিয়ে আছে বাংলাদেশ। ৩৮ রানে ৪ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ।

প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও আধিপত্য দেখিয়েছে সফরকারী দক্ষিণ আফ্রিকা। তাইজুল ইসলামের ৫ উইকেট শিকারের পরেও তিন ব্যাটারের সেঞ্চুরিতে ৫০০ ছাড়িয়েছে প্রোটিয়াদের ইনিংস। শেষ পর্যন্ত ৬ উইকেটে ৫৭৫ রান তুলে ইনিংস ঘোষণা করেছে প্রোটিয়া অধিনায়ক এইডেন মার্করাম।

জবাবে ব্যাট করতে নেমে টপ অর্ডার ব্যাটারদের ব্যর্থতায় ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ। শেষ বিকেলে মাত্র নয় ওভার ব্যাট করতেই তাসের ঘরের মতো ভেঙে পড়েছে টপ অর্ডার ব্যাটিং লাইন আপ। রাবাদার বলে একের পর এক উইকেট বিলিয়ে সাজঘরে ফিরেছেন সাদমান,জয়, মমিনুলরা।

এসএস