উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, ‘প্রতিটি সেক্টরে যুবকদের সম্পৃক্ত করা হবে। ৭০০ যুবককে সহায়ক ট্রাফিক পুলিশ হিসেব নিয়োগ দেয়া হবে। প্রাথমিকভাবে ৩০০ থেকে ৪০০ জনকে নেয়া হবে। শিক্ষার্থীরা পার্ট টাইম হিসেবে চার ঘণ্টা করে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করবে।’
যুব উপদেষ্টা জানান, সারাদেশে ৬৪টি খাল পরিষ্কার করবে যুব ও কর্মসংস্থান মন্ত্রণালয়। এরই অংশ হিসেবে ঢাকার রামপুরা-জিরানী খাল পরিষ্কার করা হবে।
তিনি বলেন, ‘জাতীয় যুব দিবস উপলক্ষে ১ নভেম্বর সারাদেশে ৬৪টি খাল পরিষ্কার করবে যুব ও কর্মসংস্থান মন্ত্রণালয়। ঢাকার রামপুরা-জিরানী খালও পরিষ্কার করা হবে।’
এসময় তিনি জানান, সারাদেশে ২৬ লাখ গ্র্যাজুয়েট বেকার রয়েছে। আর মোট বেকারের সংখ্যা এক কোটি ১৮ লাখ।
তিনি বলেন, ‘আগামী ২ বছরে ৫ লাখ যুবকের কর্মসংস্থান নিশ্চিত করার উদ্যোগ নেবে সরকার। ৯ লাখ যুবককে ট্রেনিং দেয়া হবে।’